শনিবার প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে। ওই দিন সর্বশেষ বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার প্রকাশ করতে পেরেছিল কমিশন। রবিবার পূর্ণাঙ্গ হার প্রকাশ করা হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত প্রথম দফায় সব মিলিয়ে ভোট পড়ার হার ৮৪.৬৩ শতাংশ। এর মধ্যে বাঁকুড়ায় ৮৪.২৭, ঝাড়গ্রামে ৮৪.৭৩, পশ্চিম মেদিনীপুরে ৮৭.১৬, পূর্ব মেদিনীপুরে ৮৬.৩২ এবং পুরুলিয়ায় ৮১.৭৭ শতাংশ ভোট পড়েছে।
১ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট। এ বারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র নন্দীগ্রামের ভোট গ্রহণ হবে সে দিনই। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তৃণমূলের প্রার্থী হয়েছেন। রবিবারে নন্দীগ্রামে সভা করেছেন মমতা। বিজেপি জানিয়েছে, মঙ্গলবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণের প্রচারের শেষ দিনে অমিত শাহ নন্দীগ্রামে নন্দীগ্রামে সভা করবেন। কমিশনের আশা দ্বিতীয় দফাতেও আশানুরূপ ভোট পড়বে।
Be the first to comment