
রোজদিন ডেস্ক, কলকাতা:- সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে রণক্ষেত্র হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের শোনপুর বাজার এলাকা। গতকালের ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ। ভাঙড়ের এই ঘটনায় পাঁচটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। মঙ্গলবার তাদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
সোমবার কলকাতার রামলীলা ময়দানে একটি প্রতিবাদ কর্মসূচি ছিল আইএসএফের। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই কর্মসূচিতে যাওয়ার সময় পুলিশ তাদের গাড়ি আটকে দেয়। এরপরেই ক্ষোভ এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে বিক্ষুব্ধদের বিরুদ্ধে।
পুলিশের গাড়ি ভাঙচুর করে পুলিশকে মারধরেরও অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই অবস্থায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে কলকাতা পুলিশ। এই অশান্তির পর মঙ্গলবার সকাল থেকে এলাকায় মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে শোনপুর বাজার। আতঙ্কের পর দোকানপাট খুলছে দোকানিরা।
গতকাল দুপুরের ওই ঘটনার পর পদক্ষেপ করে পুলিশ। অভিযুক্তদের খোঁজে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু হয়। রাতে কলকাতা পুলিশের তরফে সমাজমাধ্যমে জানানো হয়, ভাঙড়ের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলাও দায়ের করা হয়েছে।
সাধারণ মানুষকে কোনও রকম গুজবে কান না-দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। একই সঙ্গে সতর্ক করে দেওয়া হয়েছে, ভুল তথ্য ছড়ালে কড়া আইনি পদক্ষেপ করা হবে। স্থানীয় সূত্রের খবর, পুলিশের অন্তত পাঁচটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ইট মেরে ভাঙা হয়েছে কলকাতা পুলিশের গাড়ির কাচ। ভাঙচুর চালানো হয়েছে পুলিশের প্রিজন ভ্যানেও। ভাঙচুরের পর সেটি রাস্তায় উল্টে দেওয়া হয়েছে। তবে এদিনও থমথমে পরিস্থিতি রয়েছে শোনপুর বাজার এলাকায়।
Be the first to comment