রোজদিন ডেস্ক :-
গভীর সমুদ্রে ডুবে গেল ট্রলার। বাঘের চর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সমুদ্রে ডুবে যায় ট্রলার। শুক্রবার গভীর রাতে ট্রলার ডুবির ঘটনাটি ঘটে। ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় ৯ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন এবং ৮ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ট্রলারটির নাম এফবি বাবা গোবিন্দ। হঠাৎ আসা টর্নেডোর কবলে পড়ে ট্রলার এফবি বাবা গোবিন্দ।
কাকদ্বীপ ফিশারমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস সূত্রে খবর, শুক্রবার রাতে জলের ঘূর্ণিপাকের মাঝে পড়ে ট্রলারটি উল্টে যায়। আশেপাশে থাকা ট্রলারগুলির মৎস্যজীবীরা দেখতে পায় যে ট্রলার এফবি বাবা গোবিন্দ উল্টে গিয়েছে। তৎক্ষণাৎ আশেপাশে থাকা ট্রলারের মৎস্যজীবীরা ছুটে এসে ৮ জনকে উদ্ধার করেন। তবে এখনও ৯ মৎস্যজীবীর কোনও খোঁজ মেলেনি। মৎস্যজীবীদের ধারণা, বাকিরা ওই ট্রলারের কেবিন রুমের মধ্যে আটকে আছে।
ট্রলারটিকে সোজা করে দেওয়া হয়েছে। ডুবন্ত ট্রলারটিকে টেনে আনার চেষ্টা চালাচ্ছে পাঁচটি ট্রলার। ট্রলারটিকে উপকূলে এনে ভিতরের জল খালি করা হবে। তারপর কেবিনের মধ্যে মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি চালানো হবে। জল থাকায় ট্রলারের ভিতরে তল্লাশি চালানো যাচ্ছে না। ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনা হচ্ছে। দুর্ঘটনার খবর জানতে পেরে নিখোঁজদের পরিবারে বাড়ছে দুশ্চিন্তা।
Be the first to comment