
রোজদিন ডেস্ক, কলকাতা:-বুধবার, রাজ্য বাজেটে ঘোষণা করা হল, আরও ১৬ লক্ষ মানুষ পাবেন রাজ্য সরকারের বাংলার বাড়ি(গ্রামীণ) প্রকল্পের সুবিধা। এই খাতে বরাদ্দ করা হয়েছে ৯৬০০কোটি টাকা।
পশ্চিমবঙ্গের গ্রামীণ পরিবারগুলির জন্য বাংলার বাড়ি প্রকল্প আগেই শুরু করেছে রাজ্য সরকার। ২০২৪-এর ডিসেম্বর মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, ১২ লক্ষ মানুষের অ্যাকাউন্টে বাংলার বাড়ির টাকা ঢুকবে দুই কিস্তিতে। একই দিনে তিনি জানিয়েছিলেন শুধু ১২ লক্ষই নয়, রাজ্য সরকার অদূর ভবিষ্যতে আরও ১৬ লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় আনবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার বাংলার উপর একাধিক প্রকল্পে বঞ্চনা করছে, এই অভিযোগ রাজ্যের শাসক দলের দীর্ঘদিনের। অভিযোগের পরেই, রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে, ২০২৪ সালের ডিসেম্বরেই সূচনা হয় বাংলার বাড়ি (গ্রামীণ) প্রকল্প। যার সম্পূর্ণ খরচ রাজ্য সরকারের। বুধবার সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হল, আরও ৯৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই খাতে, ওই ১৬ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন বরাদ্দ টাকা থেকে।
উল্লেখ্য, গত বছরেই মমতা জানিয়েছিলেন, কারা কারা এই প্রকল্পের আওতায় আসবে, তার খোঁজ নিতে, রাজ্য জুড়ে প্রায় ৩৫ লক্ষ মানুষের বাড়িতে ঘুরে সার্ভে করেছে কয়েক হাজার টিম। তারাই খুঁজে পান, রাজ্যের অন্তত ২৮ লক্ষ পরিবার এই প্রকল্পের আওতায় আসবে। গত বছর ১২ লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় আনার পরেই, মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ধাপে ধাপে আরও ১৬ লক্ষ পরিবারকে এই প্রকল্পের সুবিধা দেবে রাজ্য সরকার।
অতিরিক্ত ১৬ লক্ষ মানুষকে দ্বিতীয় পর্যায়ে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা দেওয়ার কথা জানানো হল এদিন। একই সঙ্গে জানানো হল, প্রাপ্রকদের প্রথম কিস্তির টাকা, অর্থাৎ ৬০হাজার টাকা দেওয়া হবে চলতি বছরের ডিসেম্বরেই।
Be the first to comment