সোমবার থেকে শুরু হলো সংসদের শীতকালীন অধিবেশন। রাজ্যসভার অধিবেশন এবারে পা দিল ২৫০ তম পর্বে। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যসভার দুই প্রয়াত সাংসদ অরুণ জেটলি এবং রাম জেঠমালানির মৃত্যুতে শোক জানিয়ে দ্বিতীয়ার্ধ্বে বিতর্কে অংশ নেন সাংসদরা। প্রথমার্ধ্বে অরুণ জেটলির প্রতি শোক জানাতে উঠেই নজর কাড়লেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
ডেরেক বলেন ‘সেন্ট্রাল হলে ৪-৫ জন সাংবাদিকের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। তখনই ওদের জানিয়েছিলাম, যে অরুণ জেটলিজির জন্য নতুন নাম বেছেছি- প্ল্যানটেশন ম্যানেজার। কারণও বলেছিলাম। তবে তুলনায় জুনিয়র সাংসদ হিসেবে ভেবেছিলাম, উনি জানলে হয়তো দুঃখ পাবেন। পরের দিন সকালে আমায় দেখে উনি নিজেই বললেন, তুমি আমায় প্ল্যানটেশন ম্যানেজার বলেছো। বেশ মজার কিন্তু।’ রাজ্যসভায় আজ স্মৃতিচারণ করেন ডেরেক ও’ব্রায়েন। সঙ্গে জানান ওই নামের কারণও, ‘আমরা হালকা মজা করে ওঁকে প্ল্যানটেশন ম্যানেজার ডাকতাম। কারণ উনি সংসদে বসেই সংবাদমাধ্যমে খবর ছাপানোর ব্যবস্থা করে দিতেন। তবে উনি অত্যন্ত ইতিবাচক ভাবেই তা গ্রহণ করেছিলেন।’
প্রয়াত জেটলি সম্পর্কে ডেরেক আরও বলেন, ‘নীতি পার্থক্য’ থাকলেও বরাবরই ‘শিক্ষক’ হিসেবেই পেয়েছিলাম ওঁকে। ‘উনিই শিখিয়েছিলেন, যাই মন্তব্য করো, তবে ব্যক্তিগত আক্রমণ করবে না।’ জানান তৃণমূল কংগ্রেস সাংসদ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ২৪ অগাস্ট দিল্লির AIIMS-এ প্রয়াত হন ৬৬ বছরের অরুণ জেটলি।
শুনুন!
Be the first to comment