ফের কবিতা লিখে প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নোটবন্দী থেকে শুরু করে কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ, সব ক্ষেত্রেই এ’ভাবে প্রতিবাদ করতে দেখা গেছে তাঁকে ৷ এবার, নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (CAA) ও জাতীয় নাগরিকপঞ্জির (NRC) বিরুদ্ধেও একইভাবে প্রতিবাদ করলেন তিনি ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই কবিতা ৷
কবিতার নাম ‘অধিকার’ ৷ ২৯ লাইনের এই কবিতা লিখে জানিয়ে দিলেন, আন্দোলনটা শান্তিপূর্ণই হবে ৷ প্রথম থেকেই দলীয় কর্মীদের প্রতি তাঁর আদেশ ছিল, CAA ও NRC-এর বিরুদ্ধে আন্দোলনটা যেন শান্তি বজায় রেখেই হয় ৷ টায়ার জ্বালিয়ে, বিক্ষোভ দেখিয়ে আন্দোলন চলবে না ৷ ছবি এঁকে, কবিতা ও গানের মাধ্যমে এই প্রতিবাদী আন্দোলন চলবে ৷
কয়েকদিন আগে রানি রাসমণি এভিনিউয়ের সভামঞ্চে ছবি এঁকে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি ৷ আর এবার কবিতা ৷ কবিতার প্রথম চার লাইন, “আমি তো এই দেশটাকে চিনি না ৷ আমি তো এইখানে জন্মাইনি ৷ আমি জন্মেছি ভারতবর্ষে, বিভেদ করতে শিখিনি ৷
Be the first to comment