ভূমিকন্যা ঐশীকে JNU-তে আক্রমণ, দুর্গাপুরে রেললাইন অবরোধ SFI-এর

Spread the love

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে বহিরাগত তাণ্ডবের প্রতিবাদে দুর্গাপুর স্টেশনে বিক্ষোভ SFI ছাত্রছাত্রীদের ৷ ঐশী ঘোষসহ উপর আক্রমণের প্রতিবাদে দুর্গাপুর স্টেশনে ঢুকে রেললাইনে দাঁড়িয়ে পড়ে SFI ছাত্রছাত্রীরা ৷ পরে রেলপুলিশের তৎপরতায় রেললাইন থেকে তাদের তুলে দেওয়া হয় ৷ যদিও অবরোধ তুলতে ছাত্রছাত্রীদের সঙ্গে বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে রেলপুলিশ ৷

রবিবার সন্ধ্যায় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আক্রমণ চালায় বহিরাগত দুষ্কৃতীরা ৷ অভিযোগ ওঠে ABVP তরফ থেকেই এই অক্রমণ চালানো হয় ৷ ছাত্রীদের হোস্টেলে ঢুকে রড,লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয় ৷ JNU বিশ্ববিদ্যালয়ের SFI-এর সভাপতি, দুর্গাপুরের মেয়ে ঐশী ঘোষের মাথা ফাটিয়ে দেওয়া হয় । আশঙ্কাজনক অবস্থায় ঐশী এই মুহূর্তে দিল্লিতে চিকিৎসাধীন ।

ঘটনার পর নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে । অভিযোগের তির BJP-র ছাত্র সংগঠন AVBP-র বিরুদ্ধে । সোমবার দুর্গাপুর স্টেশনে বামপন্থী ছাত্র সংগঠন SFI সদস্যরা এই হামলার প্রতিবাদে দুর্গাপুর স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ পরে তারা রেললাইনে অবরোধ শুরু করে ৷ অপ্রীতিকর পরিস্থিতি রুখতে স্টেশন চত্বরে রেল পুলিশের কড়া নিরাপত্তা নজরে আসে । ছাত্র-ছাত্রীদের রেললাইন থেকে উঠে যেতে বলা হয় ৷ কিন্তু অবরোধ তুলতে অস্বীকার করে তারা ৷ দু’পক্ষের বচসা শুরু হয় ৷ পরে অবশ্য SFI-র ছাত্রছাত্রীরা রেললাইন থেকে উঠে স্টেশনের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*