JNU-তে হামলার প্রতিবাদ, কলকাতায় পুড়লো অমিত শাহর কুশপুতল

Spread the love

JNU-এর ছাত্র-ছাত্রীদের উপর নৃশংস হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ দেখাল প্রেসিডেন্সি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাংশ । কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে SFI এবং ছাত্র পরিষদের সদস্যরা । একই সঙ্গে অমিত শাহের কুশপুত্তলিকা পুড়িয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেয় তারা ।

JNU-র ছাত্র-ছাত্রীদের উপর নৃশংস হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ দেখাল প্রেসিডেন্সি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাংশ । কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে SFI এবং ছাত্র পরিষদের সদস্যরা । একই সঙ্গে অমিত শাহের কুশপুত্তলিকা পুড়িয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেয় তারা ।

JNU ছাত্র-ছাত্রীদের উপর হামলার প্রতিবাদে উত্তাল দেশ তথা রাজ্য । দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই হামলার প্রতিবাদে আন্দোলনে নেমেছে ৷ পিছিয়ে নেই কলকাতা ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও । কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারের সামনের রাস্তার উপরে ছাত্রছাত্রীরা জমায়েত করে বিক্ষোভ দেখায় । নিজেদের দলীয় পতাকা তুলে ধরে একযোগে BJP বিরোধী স্লোগান তোলে SFI ও ছাত্র পরিষদ ।

ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ বলেন, “SFI -এর সঙ্গে আমরা যৌথভাবে আন্দোলন করছি । সমস্ত ছাত্র সমাজকে আন্দোলন করার জন্য আহ্বান জানাচ্ছি । সকলে একসঙ্গে নরেন্দ্র মোদি সরকারকে উৎখাত করতে হবে।” SFI-এর কলকাতা জেলা সম্পাদক অঞ্জন রায় বলেন, “আগামী ৮ জানুয়ারি ধর্মঘটে সামিল হবে ছাত্রসমাজ । আজ এই আন্দোলনের মধ্য দিয়ে তার সূচনা হলো । আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে যাব আমরা ।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*