আগামী দিনে কাদের মধ্যে প্রভাবশালী হওয়ার সম্ভাবনা রয়েছে তার তালিকা প্রকাশ করল ফোর্বস ইন্ডিয়া পত্রিকা। আর বিশ্বের বাছাই ২০ জনের সেই তালিকায় রয়েছে বাঙালির অত্যন্ত পরিচিত দুই নাম। আর দু’জনেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত। একজন দলের সাংসদ মহুয়া মৈত্র আর একজন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর।
‘ওয়ার্ল্ডস টুয়েন্টি টপ ফিউচার পাওয়ারফুল পিপল’ নামের ওই তালিকায় রয়েছে প্রশান্ত কিশোর, মহুয়া মৈত্র ছাড়াও রয়েছে জনপ্রিয় রাজনীতিক কানাইয়া কুমারের নাম। বলা হয়েছে, এরাই হবেন আগামী দশকের মুখ।
বিহারের জন্যও এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সিপিআইয়ের কেন্দ্রীয় পরিষদ সদস্য কানাইয়া কুমার বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। আর জনতা দল ইউনাইটেডের সহ সভাপতি প্রশান্ত কিশোর আদতে বিহারেরই সাসারামের বাসিন্দা।
ওই তালিকায় উল্লেখযোগ্য বিদেশি নেতাদের মধ্যে আছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজপক্ষ, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমান, নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার জাকিন্দা আরডেরন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনশন, ফিনল্যান্ডের প্রাইম মিনিস্টার সান্না মারিনের নাম রয়েছে।
ফোর্বস ইন্ডিয়ার তালিকায় সম্ভাব্য প্রভাবশালীর তালিকায় নাম রয়েছে সদ্য হরিয়ানার উপমুখ্যমন্ত্রী হওয়া দুষ্মন্ত চৌতালার নামও।
Be the first to comment