বাম-কংগ্রেসের ডাকা সাধারণ ধর্মঘটের সকাল থেকেই অশান্ত উত্তর ২৪ পরগনা জেলা৷ জেলার একাধিক এলাকায় সকাল থেকেই বনধ ঘিরে অপ্রীতিকর একাধিক ঘটনার খবর মিলেছে৷ উত্তর ২৪ পরগনার বারাসতে সকাল থেকে বনধের সমর্থনে পথে নামেন বাম নেতা-কর্মীরা৷ চাঁপাডালি মোড়ে শুরু হয় পথ অবররোধ৷ পথ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে তুমুল বচসা হয় ধর্মঘটীদের৷ পরে হেলাবটতলায় কৌটো বোমা উদ্ধার করে পুলিশ৷ তড়িঘড়ি সেই বোমা নিষ্ক্রিয় করা হয়৷
কেন্দ্রীয় একাধিক নীতির প্রতিবাদে বাম-কংগ্রেসের ডাকা ধর্মঘটে বুধবার সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি রাজ্যজুড়ে৷ ধর্মঘটের সমর্থনে বান নেতা-কর্মীরা রাস্তায় নামলে শুরু গন্ডগোল৷ বারাসতে সকাল থেকে ববনধের সমর্থনে মিছিল করে বামেরা৷ চাঁপাডালি মোড়ে মিছিল গেলে শুরু গন্ডগোল৷ ধর্মঘচটীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় তৃণমূলকর্মীরা৷ একইসঙ্গে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গেও বচসা শুরু হয়ে যায় বামেদের৷ এদিকে, চাঁপাডালি মোড়ে একটি অটো থেকে যাত্রীদের নামাতে শুরু করেন বাম নেতা-কর্মীরা৷ বিষয়টি নজরে আসতেই হস্তক্ষেপ করে পুলিশ৷ পুনরায় অটোতে যাত্রী তোলার চেষ্টা করা হয়৷ পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি চলে বাম নেতা-কর্মীদের৷ প্রতিবাদে চাঁপাডালি মোড়ে শুরু হয় পথ অবরোধ৷ বনধের দিনে রাস্তায় বেরিয়ে নাকাল হতে হয় যাত্রীদের৷
অন্যদিকে, বারাসতের হেলাবটতলাতেও বনধ ঘিরে কৌটো বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে৷ বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়৷ একইভাবে বোমা উদ্ধার হয় হৃদয়পুরেও৷ রেললাইনের উপর মেলে ব্যাগভরতি বোমা৷ তড়িঘড়ি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল৷ যাত্রীদের নামিয়ে রেললাইন থেকে বোমাগুলি সরিয়ে ফেলে জিআরপি৷
এরই পাশাপাশি অশোকনগরেও রেল অবরোধ শুরু করেন ধর্মঘটীরা৷ সকালের দিকে ট্রেন চললেও অবরোধের জেরে ফের বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল৷ ধর্মঘটের প্রভাব পড়েছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম, আগরপাড়াতেও৷ বনধের সমর্থনে সকাল থেকে রাস্তায় নামেন বাম নেতা-কর্মীরা৷ দোকান-বাজার চত্বরে মিছিল করেন ধর্মঘটীরা৷ চালু থাকা দোকান-বাজার বন্ধ করতে আবেদন জানান ধর্মঘটীরা৷
যাদবপুরেও সকাল থেকে বনধের সমর্থনে পথে নেমেছে বামেরা৷ এইটবি বাসস্ট্যান্ড থেকে শুরু হয় বামেদের মিছিল৷ যাদবপুর স্টেশন পর্যন্ত চলে প্রতিবাদ মিছিল৷ বামেদের মিছিল স্টেশনে আসতে দেখে আগেভাগে ট্রেন থামিয়ে দেন ডাউন ডায়মন্ড হারবার লোকালের চালক৷
অন্যদিকে, বনধের সকাল থেকেই এদিন রাস্তায় পর্যাপ্ত সংখ্যায় সরকারি বাসের দেখা মিলেছে৷ এইটবি বাসস্ট্যান্ড চত্বরে হেলমেট পরে হবাস চালাতে দেখা যায় সরকারি বাসের চালকদের৷
Be the first to comment