এনআরসি, সিএএ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর প্রতিবাদে গর্জে উঠেছে মানুষ। এই ইস্যুতে বৃহস্পতিবার মধ্যমগ্রাম থেকে বারাসাত পর্যন্ত ফের পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর এই জেলা সফরের আগে তাঁর রাজনৈতিক সভা এবং পদযাত্রা ঘিরে নিরাপত্তার বিষয়ে তদারকি করে যান খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।
সূত্রের খবর, এদিন জেলা সফরে এসে মুখ্যমন্ত্রীর তিনটি আলাদা আলাদা কর্মসূচি রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তিনি মধ্যমগ্রাম চৌমাথা থেকে বারাসত টেলিফোন এক্সচেঞ্জ অফিস মোড় পর্যন্ত এন আর সি এবং সিএএর বিরোধিতায় ৫ কিমি পদযাত্রা করবেন।
এরপর মুখ্যমন্ত্রীর দ্বিতীয় কর্মসূচি রয়েছে বারাসাতের কাছারি ময়দানে এবং এদিন বিকেলে তিনি যাত্রা উৎসবের সূচনা করবেন এখান থেকেই। শুধু তাই নয়, এই মঞ্চ থেকে তিনি যাত্রা শিল্পীদের জন্য নতুন প্রকল্প ও আর্থিক সহায়তা ঘোষনা করতে পারেন বলে জানা গিয়েছে।
বারাসত কাছারি ময়দানে যাত্রা উৎসবের মঞ্চের পাশেই অপর একটি মঞ্চ করা হয়েছে। যেখান থেকে, রাজ্যের মুখ্যমন্ত্রী একগুচ্ছ সরকারি প্রকল্পের সূচনা করবেন। এবং বিভিন্ন ক্ষেত্রে উত্তর ২৪ পরগনার সাধারন মানুষের পাশে থেকে তাঁদের তিনি নিজে হাতে সহযোগিতা করবেন।
মুখ্যমন্ত্রীর এই সফরের আগে বারাসাতের কাছারি ময়দানে যাত্রা উৎসব এবং সরকারি অনুষ্ঠান মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখেন উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি কর্মসূচি সুষ্ঠ ভাবে যাতে পালন হয়, সেই জন্য তৎপর রয়েছে প্রশাসন। অসংখ্য সরকারি প্রকল্পের ঘোষনা ও উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার আগে এনআরসি ও সিএএ-এর বিরোধিতায় ৫ কিমি পথ হাঁটবেন তিনি। মধ্যমগ্রাম থেকে বারাসাতে হেঁটে এসে সেখান থেকে কাছারি ময়দানে অনুষ্ঠান মঞ্চে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।”
Be the first to comment