প্রবল বিস্ফোরণে কাঁপলো নৈহাটি-চুঁচুড়া, ভেঙে পড়লো বাড়ির একাংশ

Spread the love

বিস্ফোরণে কেঁপে উঠল নৈহাটি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল গঙ্গার ওপারের ব্যাপক কম্পন অনুভূত হয়। আর প্রবল কম্পনে নৈহাটিতে একাধিক বাড়িতে ফাটল দেখা গিয়েছে, হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একের পর এক বাড়ির কাচের জানলা। শুধু নৈহাটিতেই নয়, চুঁচুড়াতেও একই অবস্থা।

জানা গিয়েছে, বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে নৈহাটির রামঘাটের ছাইমাঠ এলাকায় বিস্ফোরণ ৷ যার জেরে একাধিক বাড়ির ক্ষতি হয়েছে ৷ দুর্ঘটনার পর পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা ৷ টোটোতেও ভাঙচুর চালানো হয় ৷

পুলিশ সূত্রে খবর, নৈহাটির দেবক অঞ্চলের একটি বেআইনি বাজি কারখানা থেকে উদ্ধার হয় এই বোমাগুলি ৷ গত সাত দিন ধরে চলছিল বোমা নিষ্ক্রিয় করার কাজ ৷ সেই মতো আজও বোমাগুলি নিষ্ক্রিয় করার চেষ্টা করছিল বম স্ক্যয়াড ৷ কিন্তু বেলা দেড়টা নাগাদ ঘটে দুর্ঘটনা ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গঙ্গার পার্শ্ববর্তী এলাকার একাধিক বাড়িতে ফাটল দেখা দেয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷ চুঁচুড়ার ১২, ১৩ ও এক নম্বর ওয়ার্ডসহ বিস্তীর্ণ এলাকায় একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলেও অভিযোগ তুলেছে তারা ৷

ঘটনার পর চুঁচুড়ার বকুলতলায় রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা ৷ তাদের দাবি, ক্ষতিপূরণ দিতে হবে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবির ৷ তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা ৷ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে, এমনটাই জানিয়েছে তাঁরা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*