ইন্টারনেটের অধিকার বাক-স্বাধীনতার অংশ ৷ এমনই মন্তব্য করলেন জম্মু-কাশ্মীর প্রশাসনকে এক সপ্তাহের মধ্যে উপত্যকায় সবরকম বিধিনিষেধ সংক্রান্ত রিভিউ’এর নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট ৷ উপত্যকায় বিধিনিষেধ খতিয়ে দেখে তা পুনর্বিবেচনা করতে জম্মু-কাশ্মীর প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে ৷ এক সপ্তাহের মধ্যে সব বিধিনিষেধ পুনর্বিবেচনা করে তা প্রকাশ করতে বলেছে কোর্ট ৷
হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য জম্মু-কাশ্মীর প্রশাসনকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। ইন্টারনেট বন্ধ নিয়ে বিচারবিভাগীয় পর্যালোচনার কথাও বলেছে সুপ্রিম কোর্ট ৷ বিচারপতি এন ভি রামানা, আর সুভাষ রেড্ডি এবং বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল শুক্রবার ৷ সেখানেই একথা বলে সুপ্রিম কোর্ট ৷
দেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কাল CAA ইশুতে এমনই জানিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ এরপরই আজ ফের কাশ্মীর ইশুতে বেশ কয়েকটি পিটিশনের রায় দিতে গিয়ে উপত্যকার পরিস্থিতির কথা জানাল শীর্ষ আদালত ৷ বেশ কয়েকটি পিটিশনের ভিত্তিতে রায় দেওয়ার সময় শীর্ষ আদালত জানায়, এক সপ্তাহের মধ্যে জম্মু-কাশ্মীরে সবরকম বিধিনিষেধের বিষয়টি পর্যানুক্রমিকভাবে খতিয়ে দেখা হবে ৷ অবাধ গতিবিধি, ইন্টারনেট বন্ধের বিষয়টি এবং মৌলিক স্বাধীনতার বিষয়টি যথেচ্ছ অনুশীলন হতে পারে না, এমনই বলে সুপ্রিম কোর্ট ৷
Be the first to comment