অপপ্রচার বন্ধ করুক, রাষ্ট্রসংঘের বিতর্কসভায় পাকিস্তানকে তুলোধোনা ভারতের

Spread the love

অপপ্রচার বন্ধ করুক পাকিস্তান। যে ক্ষতি, যে অস্বস্তি তারা তৈরি করেছে তা ঠিক করার চেষ্টা করুক। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের উদ্দেশ্যে এই বার্তাই দিল ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন কড়া সুরেই পাকিস্তানের উদ্দেশ্যে কথাগুলি বলেন।

এদিন নিরাপত্তা পরিষদের সমালোচনা করেন আকবরউদ্দিন। পাকিস্তানের তরফে যে সন্ত্রাস বিশ্বজুড়ে ছড়িয়েছে তার মোকাবিলা করতে পরিষদ অক্ষম। সরাসরি এই কথা জানান তিনি। আকবরউদ্দিন বলেন, প্রতিনিয়ত জঙ্গি নেটওয়ার্কগুলি যে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে । তা নিয়ন্ত্রণ করতে পারছে না নিরাপত্তা পরিষদ। জঙ্গিগোষ্ঠীগুলিকে মদত দিচ্ছে যে রাষ্ট্রগুলি তারও মোকাবিলা সম্ভব হচ্ছে না। তাদের এই অক্ষমতার জন্যই পরিচয়হীনতায় ভুগছে। পাশাপাশি তাদের প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন উঠছে । “

উল্লেখ্য, এদিন ভারতে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন পাকিস্তানের মুনির আক্রম । তিনি বলেন, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ভারত ভুল ধারণা প্রচার করছে । এরপরই উত্তর দেন আকবরউদ্দিন । তিনি পাকিস্তানের দাবিকে সম্পূর্ণ অবজ্ঞা করে বলেন, মিথ্যাচারকে হাতিয়ার করে একটি প্রতিনিধি দল কিছু বিষয়ের প্রদর্শন করতে চাইছে । কিন্তু ইতিমধ্যেই সেই প্রতিনিধি দলের অন্ধকার দিকটি সবার পরিচিত । যে অস্বস্তি তারা তৈরি করেছে তা ঠিক করুক । কোনও দেশ তাদের ছড়ানো ‘ম্যালওয়্যার’ নিতে প্রস্তুত নয় ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*