নৈহাটির বিস্ফোরণ নিয়ে আবারো রাজ্যের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যপাল। শুক্রবার নৈহাটির বিস্ফোরণের পিছনে রাজনৈতিক মদত রয়েছে নাকি তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্যপাল। শুধু তাই নয়, বিস্ফোরণের তদন্ত অভিজ্ঞ সংস্থাকে দিয়ে করানোর পক্ষেই জোরালো দাবি রাখলেন রাজ্যপাল।
কী বললেন তিনি?
শুনুন!
বৃহস্পতিবারই টুইট করে নৈহাটির বিস্ফোরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল।
শুক্রবার আরো একধাপ এগিয়ে এই বিস্ফোরণের পেছনে রাজনৈতিক মদত আছে নাকি তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্যপাল। শুক্রবার বাবুঘাটের এক অনুষ্ঠান শেষে তিনি বলেন “নৈহাটিতে যে বিস্ফোরণ হয়েছে, শুনেছি তার কোন লাইসেন্স ছিল না। লাইসেন্সস ছাড়া কিভাবে কাজ করছিল ? কাদের মতে এটা চলছিল? কারা এর থেকে আর্থিক সুবিধা পাচ্ছিলেন? যারা এর থেকে আর্থিক সুবিধা পাচ্ছিলেন তাদের প্রকাশ্যে আনা দরকার। এর পেছনে রাজনৈতিক মদত থাকলেও সেটা তদন্ত করা দরকার। এর গভীর তদন্তের জন্য কোন সংস্থাকে দিয়ে তদন্তত করানো উচিত।
রাজ্যপাল আরও বলেন, রাজ্যের শান্তি রক্ষার পক্ষে এই ধরনের বিস্ফোরণ খুবই বিপদজনক।”তবে কোন সংস্থাকে দিয়ে তদন্ত করানোর পক্ষে রাজ্যপাল তা অবশ্য স্পষ্ট করেননি তিনি। এ প্রসঙ্গে তিনি জানান “দু-তিন দিনের মধ্যে যা বলার বলব”। রাজ্যপাল আরও বলেন ” যারা হিংসা করেন তারা সব ধর্মের বিপক্ষে”।
Be the first to comment