যান্ত্রিক ত্রুটি নয়, ইউক্রেনের বিমান দুর্ঘটনা ভুলবশত। এক বিবৃতিতে একথা স্বীকার করল ইরান। মিজ়াইলের আঘাতেই বিমানটি ভেঙে পড়েছে বলেও জানানো হয়েছে। তবে অনিচ্ছাকৃত৷ ‘হিউম্যান এরর’৷ উল্লেখ করা হয়েছে এমনই ৷
ইরানের মিজ়াইল হামলার জেরেই কি বৃহস্পতিবার তেহরানের অদূরে ভেঙে পড়েছিল ইউক্রেনের যাত্রীবাহী বিমান? অ্যামেরিকার সংবাদমাধ্যম এ নিয়ে প্রশ্ন তোলার পর জল্পনা আরও উসকে দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফের টুইটে ট্রাম্পের কথাই সত্যি প্রমাণিত হলো৷ জারিফ তাঁর টুইটে লিখেছেন, সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে এই তথ্য হাতে এসেছে ৷ তিনি উল্লেখ করেছেন, সংকটজনক পরিস্থিতিতে অ্যামেরিকার কারণেই এই দুর্ঘটনা ৷ তবে ‘অনিচ্ছাকৃত’ দুর্ঘটনার জন্য ইরান অত্যন্ত মর্মাহত ৷ ক্ষমাহীন এই ভুলের পিছনে আদৌ কী কারণ তা নিয়ে তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে ইরানের তরফে ৷
গত ৮ জানুয়ারি ১৮০ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে ইউক্রেনের বিমান । মৃত্যু হয় ১৭৬ জনের । বিমান ভেঙে পড়ার প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন, “কেউ কেউ বলছেন যান্ত্রিক ত্রুটির জেরেই এটা ঘটেছে । তবে আমার মনে হয় আরও ভয়ঙ্কর কিছু ঘটেছে । ” ট্রাম্প তাঁর এই বক্তব্যের মাধ্যমে পরোক্ষে অভিযোগ তুলেছিলেন, ইরানের মিজ়াইল হামলার জেরেই বিমানটি ভেঙে পড়েছে । ঠিক তারপরই স্বীকারোক্তি এল ইরানের তরফে ৷
বিমানের ধ্বংসাবশেষের একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল । ছবিতে দেখা গিয়েছিল, বিমানের বাইরের অংশে অসংখ্য ছিদ্র। বিশেষজ্ঞদের মতে, রকেট বা মিজ়াইল হানায় ক্ষতিগ্রস্ত হলে বিমানের বাইরের অংশে এমন ছিদ্র হয়। রকেট বা মিজ়াইলের স্প্লিন্টারের আঘাতে সাধারণত এমন ছিদ্র হয়। ২০১৪ সালে মালয়েশিয়ার একটি বিমান ইউক্রেনের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় রাশিয়ার মিজ়াইলের আঘাতে সেটি ভেঙে পড়ে । সেই বিমানটির বাইরের অংশেও এমন অসংখ্য ছিদ্র লক্ষ্য করেছিল তদন্তকারী দল।
বিমানটি ভেঙে পড়ার পর প্রাথমিকভাবে ইউক্রেন জানিয়েছিল দুর্ঘটনার কারণ যান্ত্রিক ত্রুটি। কিন্তু পরবর্তীতে তারা জানায় দুর্ঘটনার তদন্তে সমস্ত দিক খতিয়ে দেখা হবে। ইরান ইতিমধ্যে জানিয়েছে, দুর্ঘটনার তদন্তের জন্য তারা বিমানটির ব্ল্যাকবক্স বোয়িং কম্পানি (অ্যামেরিকার এই কম্পানি বিমানটি তৈরি করেছিল) বা অ্যামেরিকার সরকারের হাতে তুলে দেবে না। তবে বোয়িং চাইলে দুর্ঘটনার তদন্তে ইরানের সহযোগী হতে পারে। ইরানের এই বিবৃতির পর বিমান দুর্ঘটনার তদন্তের জন্য ইউক্রেন রাষ্ট্রসংঘের নিঃশর্ত সমর্থন ও সহযোগিতা চায়৷ ইরানের তরফে এরপর আজ বিবৃতি দেওয়া হল মিজ়াইল হানায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছিল৷
Be the first to comment