প্রধানমন্ত্রীর কলকাতা সফরের মধ্যে tmcp-এর মোদী বিরোধী ধরনায় থাকবেন মমতা

Spread the love

এটাই তাঁর প্রথম বাংলা সফর। কিন্তু এই সফর ঘিরে অভূতপূর্ব নাগরিক বিক্ষোভের আবহ তৈরি হয়েছে। শুক্রবারই ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে ধরনায় বসেছে শাসকদল তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি। এই ধরনায় শনিবার বিকেলে উপস্থিত থাকতে পারেন খোদ মুখ্যমন্ত্রীও।

তাত্‍পর্যপূর্ণ ভাবে মোদীর কলকাতা আসার আগেরই দিনই গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নাগরিকত্ব আইনকে কার্যকর করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশজোড়া বিক্ষোভেরহ আবহেও অনড় মনোভাব নিয়েছে সরকার। তার জেরেই এরাজ্যে আরও বাড়তে পারে মোদী-বিরোধী বিক্ষোভ। ধর্মতলায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে টিএমসিপির ধরনা মঞ্চে শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলে সূত্রের খবর। সেখানে এক ঘণ্টা কাটাবেন তিনি।

এছাড়া শনিবার সন্ধে পাঁচটা থেকে ছটার মধ্যে দক্ষিণ কলকাতায় তিনটি পৃথক মানববন্ধন গড়ে তোলা হবে। টালিগঞ্জ থেকে গড়িয়া, যাদবপুর এইটবি বাসস্ট্যান্ড থেকে গড়িয়া এবং তারাতলা থেকে মহাবীরতলা। এই মানববন্ধনে সামিল হচ্ছেন দক্ষিণ কলতাকাতার উদ্বাস্তুদের একটি বড় অংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*