প্রতিবাদ শুরু ধর্মতলা চত্বরে, জারি ১৪৪ ধারা

Spread the love

শহরে আসছেন প্রধানমন্ত্রী। তার আগে শহরে শুরু প্রতিবাদ বিক্ষোভ। বিক্ষোভ শুরু ধর্মতলা চত্বরে। SFI-র তরফে মিছিলের প্রস্তুতি ধর্মতলা চত্বরে। সেখানে রয়েছে কড়া নিরাপত্তা। মোতায়েন হয়েছে পুলিশ বাহিনী। কংক্রিট ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করার কথা পুলিশের। ইতিমধ্যেই ধর্মতলা চত্বরে ১৪৪ ধারা। পুলিশ চেষ্টা করছে যাতে কোনও মিছিল রাজভবনের দিকে যেতে না পারে।

নাগরিকত্ব সংশোধনী আইন (২০১৯) ও জাতীয় নাগরিকপঞ্জির বিরোধিতা করে প্রায় এক মাস ধরে প্রতিবাদ চলছে কলকাতায়। সংবিধানের অবমাননা হচ্ছে, এই দাবিতে প্রতিবাদীদের মধ্যে রয়েছে ক্ষোভ। এই উত্তাল সময়ে নরেন্দ্র মোদি শহরে আসাকে ঘিরে ফের বিক্ষোভ শুরু হয়েছে। আজ সকালে লেনিন সরণিতে জমায়েত হয় নাগরিক মঞ্চ। তাদের তরফে কয়েকজন সদস্য ‘ইনকিলাব জ়িন্দাবাদ’ স্লোগান তোলেন। পোড়ান নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা। তাঁদের পোস্টারে লেখা, ‘বাড়ি যান নরেন্দ্র মোদি’।

পাশাপাশি, কলেজ স্কয়্যারে বিদ্যাসাগরের মূর্তির সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় কয়েকটি ছাত্র সংগঠন। স্থানীয় কাউন্সিলের দু’জন প্রতিনিধি ঘটনাস্থানে পৌঁছন। বিদ্যাসাগরের মূর্তির সামনে থেকে ‘গো ব্যাক মোদি’ লেখা কালো ব্যানার ও কুশপুতুল সরিয়ে নিতে বললে পড়ুয়াদের সঙ্গে বচসা বাধে তাঁদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*