আর কিছুক্ষণ পরই শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত বঙ্গ বিজেপি। কলকাতা বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা সহ দুই সাংসদ অর্জুন সিং ও শান্তনু ঠাকুর।
এদিকে, রেস কোর্সের মাঠে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন বিজেপির পাঁচজন সাধারণ সম্পাদক। রাজু বন্দ্যোপাধ্যায়, সুব্রত চট্টোপাধ্যায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু ও রথীন্দ্রনাথ বসু।
আজ ৩টে ৪৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী। এরপর রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে ১৫ সদস্যের বিজেপির প্রতিনিধি দল দেখা করবে তাঁর সঙ্গে। পিএম দপ্তর থেকে তার ছাড়পত্রও মিলেছে বলে জানা গেছে।
বিজেপি সূত্রে খবর, ”CAA- র সমর্থনে রাজ্য থেকে প্রধানমন্ত্রীকে যে দেড় কোটি পোস্ট কার্ড পাঠানো হয়েছিল তার একটি স্মারক পোস্ট কার্ড তাঁকে আজ তুলে দেওয়া হবে। সঙ্গে ফুল, ভবতারিণীর মূর্তি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শৈশবের একগুচ্ছ ছবি সম্মিলিত ডায়েরি, খাদির ধুতি, পাঞ্জাবি ও নলেনগুড়ের রসগোল্লা উপহার হিসেবে দেওয়া হবে।
এবিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, NRC ইশুতে প্রধানমন্ত্রীকে আমরা অভিন্দন জানাব। NRC নিয়ে একটি রিপোর্ট তুলে দেব।”
Be the first to comment