উপাচার্যদের তৃণমূলের ধরনামঞ্চে যোগ দেওয়া ঘিরে শুরু বিতর্ক

Spread the love

নাগরিকত্ব আইনের প্রতিবাদে ৫ দিন ধরে ধর্মতলায় রানি রাসমনি অ্যাভিনিউয়ে ধরনা দিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ৷ সময় পেলেই ধরনামঞ্চে গিয়ে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রীকে পাশে পেয়ে কেন্দ্র-বিরোধিতায় নিত্য-নতুন স্লোগান তুলছেন দলের ছাত্র-যুবরা৷ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও নিয়ম করে তৃণমূলের শীর্ষ নেতৃত্বও উপস্থিত থাকছেন ধরনামঞ্চে৷

মঙ্গলবার ধরনামঞ্চে যান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের পাশেই দেখা যায় রাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে৷ উপাচার্যের পাশাপাশি একাধিক কলেজের অধ্যক্ষকেও এদিন দেখা যায় তৃণমূলের ধরনামঞ্চে৷ সরকারি কলেজের উপাচার্য বা অধ্যক্ষরা কীভাবে একটি রাজনৈতিক দলের ধরনা কর্মসূচিতে অংশ নিলেন, তা নিয়েই এবার তৈরি হয়েছে নয়া বিতর্ক৷

নাগরিকত্ব আইনের প্রতিবাদে প্রথম থেকেই কেন্দ্র বিরোধিতায় সুর চড়িয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার বিভাজনের রাজনীতি করছে বলেও অভিযোগ তৃণমূল সুপ্রিমোর৷ নাগরিকত্ব আইন ও পাশাপাশি এনআরসি বাতিলের দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

একইসঙ্গে এরাজ্যে কোনওভাবেই নাগরিকত্ব আইন ও এনআরসি কার্যকর করবেন না বলে সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূলনেত্রী৷ তাঁরই নির্দেশে গত ৫ দিন ধরে ধর্মতলায় রানি রাসমনি অ্যাভিনিউয়ে নাগরিকত্ব আইনের প্রতিবাদে ধরনায় বসেছে তৃণমূল ছাত্র পরিষদ৷

মঙ্গলবার সেই ধরনায় যোগ দেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ধরনামঞ্চে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই দেখা গিয়েছে রাজ্যের তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও৷ ধরনামঞ্চে ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় ও পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা৷

শুধু উপাচার্যরাই নয়৷ উপাচার্যদের পাশাপাশি এদিন টিমসিপির ধরনামঞ্চে দেখা গিয়েছে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষদের৷ সরকারি কলেজের উপাচার্য ও অধ্যক্ষদের রাজনৈতিক দলের ধরনামঞ্চে যোগ দেওয়া ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রবল বিতর্ক৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*