রমলা মুখার্জী:
প্রদীপে তেল ঢালো…
আগুনই আনে অন্ধ মনে
রঙ-মশালের আলো।
অবচেতনে আগুন আছে
ভিসুভিয়াস হয়ে,
চকমকিটা ঠোক্ না কেন
জবর জোর দিয়ে।
নেতিয়ে ন্যাতা পায়ের তলায়
স্যাঁতস্যাঁতিয়ে গেলি,
চেতনে আয় চেরাগ জ্বেলে
আগুন নিয়ে খেলি।
আগুন খুঁজিস আকাশ পাতাল
মন-গহনে খোঁজ….
সাত-পাঁচের মিথ্যে প্যাঁচে
ভরাস না মগজ।
কালো ধোঁয়া কেবল জমে
আগুন কোথাও নেই,
সত্যম্ শিবম্ সুন্দরম্
মশাল জ্বালে সেই।
স্পর্ধা করে বল রে কথা
মনেতে ভয় কেন?
সুপ্ত আগুন স্ফুলিঙ্গ হোক,
ভীষণ ভলক্যানো।
ছ্যাঁকায় তাপে শুদ্ধ-চিতে
ফোস্কা-পড়া দেহে –
মুখোশ ছেড়ে আসল মানুষ
হতেই হবে যে হে।
Be the first to comment