প্রার্থী ঘোষণা করলো AAP, ৯টি আসনে নতুন মুখ

Spread the love

এক মাসও বাকি নেই দিল্লির বিধানসভা নির্বাচনের ৷ আর সেকারনেই ৭০টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করলো AAP (আম আদমি পার্টি) ৷ এবার যে ৪৬ জন টিকিট পেয়েছেন তাঁরা এর আগেও AAP-এর হয়ে ভোটে লড়েছিলেন। মঙ্গলবার সন্ধে নাগাদ দলের রাজনৈতিক বিষয়ক কমিটির তরফে প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ৷ এই তালিকায় ছয় জন নতুন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে৷ পাশাপাশি তালিকায় রয়েছে ১৫ জন বিদায়ী বিধায়কের নামও ৷

তালিকা প্রকাশের পর টুইটে অরবিন্দ কেজরিওয়াল লেখেন, সকলকে অভিনন্দন জানাই ৷ আত্মতুষ্ট হবেন না ৷ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন ৷ AAP এবং আপনাদের উপর জনসাধারণের আস্থা আছে ৷ উল্লেখ্য, গত নির্বাচনে AAP ৬ জন মহিলা প্রার্থীকে টিকিট দিয়েছিলেন ৷ ২০২০ সালের নির্বাচনে সেই সংখ্যাটা বাড়ানো হয়েছে ৷ এবার ৯ মহিলা প্রার্থী টিকিট পাচ্ছেন।

নিউ দিল্লি আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন AAP প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ অন্যদিকে জানা গেছে, দিল্লির বিধানসভা নির্বাচনের জন্য ১৪ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে কংগ্রেস ৷

প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন ৷ তার ঠিক তিন দিন বাদে নির্বাচনের ফল প্রকাশ ৷ ইতিমধ্যেই নির্বাচনী আচরণবিধি লাগু করেছে নির্বাচন কমিশন ৷ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ২০২০ সালে নির্বাচনের সময় দিল্লির ভোটার সংখ্যা ছিল ১.৪৬ কোটির বেশি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*