আমাদের নাক-কান কাটিয়ে এসেছে, ননসেন্স, নেমকহারামঃ বিস্ফোরক দিলীপ ঘোষ

Spread the love

কাগজ আমি দেখাব না ৷ পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের এই ভিডিও আপাতত ইন্টারনেটে ভাইরাল ৷ নতুন নাগরিকত্ব আইনের বিরোধিতায় সরব হয়েছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী থেকে সুমন মুখোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় থেকে স্বস্তিকা মুখোপাধ্যায়। সিএএ-এর বিরোধিতায় সবাই বলছেন কাগজ আমি দেখাব না। এহেন পরিস্থিতিতে বিশিষ্টদের তীব্র কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

বুধবার দিলীপ ঘোষ বলেন, এই সমস্ত ননসেন্সগুলো জানেই না ৷ বিনা রেশন কার্ডে রেশন পাওয়া যায়? তথাকথিত বুদ্ধিজীবীরা সোনা চুরি করে ধরা পড়ে কাগজ দেখাতে পারেনি। আপনি এয়ারপোর্ট ঢুকলে বিনা আইকার্ডে ঢুকতে দেবে? বিনা আইকার্ডে ট্রেনে উঠলে সফর করতে দেবে? ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেবে৷ নেমকহারাম এরা ৷ লোককে বোকা বানাচ্ছে৷ কাগজ তো অনেকেরই নেই, জানি ৷ তারা তো ধরা পড়বেই ৷ এই সব ডায়লগ মেরে কী হচ্ছে ! যে সব বুদ্ধিজীবীরা পরজীবীর মতো অন্যের ঘাড়ে বসে খাচ্ছেন, তারা মিথ্যে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে।

কিছু দিন আগে দেশজুড়ে ভাইরাল হয়েছিল লেখক বরুণ গ্রোভারের একটি ভিডিও। ‘হম কাগজ নহি দিখায়েঙ্গে,’ সিএএ ও এনআরসি-র বিরোধিতা করে লেখক আবৃত্তি করছিলেন ওই ভিডিওতে ৷

সব্যসাচী চক্রবর্তী, সুমন মুখোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় ছাড়াও গায়ক রূপম ইসলাম, অভিনেত্রী ও পরিচালক কঙ্কনা সেনশর্মা, লেখক মনোরঞ্জন ব্যাপারী, অভিনেত্রী চিত্রাঙ্গদাকে দেখা গিয়েছে এই ভিডিও-তে।

শুনুন কী বললেন দিলীপ ঘোষ?

https://www.facebook.com/BJP4Bengal/videos/614628642661262/

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*