সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ালেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ৷ নাইন ইলেভেনের পর সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অ্যামেরিকা কড়া পদক্ষেপ করেছিল ৷ সন্ত্রাসবাদকে সমূলে উৎখাত করতে অ্যামেরিকার মতো পন্থা অবলম্বন করতে হবে ৷ বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠকে একথাই বলেন বিপিন রাওয়াত ৷
বিশ্বজুড়ে সন্ত্রাসবাদীদের কার্যকলাপ চলছে ৷ তা নিয়ে চিন্তা প্রকাশ করে তিনি বলেন, যতদিন রাষ্ট্রগুলি মদত দেবে ততদিন সন্ত্রাসবাদ থাকবে ৷ তাই সন্ত্রাসবাদ দমনে অ্যামেরিকার মতো পদক্ষেপ করা দরকার ৷ নাইন ইলেভেনের পর অ্যামেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেরকম কড়া হয়েছিল, সেরকম পথ নিতে হবে ৷
একাধিক দেশ সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে এই অভিযোগ করেন রাওয়াত ৷ তবে কোনও দেশের নাম তিনি করেননি ৷ যারা সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে তাদের একঘরে করার বার্তা দেন তিনি৷ বলেন, যারা সন্ত্রাসবাদে মদত দিচ্ছে তাদের নজরে রাখা দরকার ৷ ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের মাধ্যমে তাদের কালো তালিকাভুক্ত করা একটি ভালো পদক্ষেপ ৷ এতে তারা কূটনৈতিকভাবে একঘরে হয়ে যায় ৷ এটা করতেই হবে ৷
কোনও দেশের নাম না করলেও আজকের বক্তব্যের মাধ্যমে পাকিস্তানকে নিশানা করলেন রাওয়াত, মত বিশেষজ্ঞদের ৷ পাকিস্তান বিভিন্নভাবে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে ৷ ২০০৮ সালের মুম্বই হামলাসহ একাধিক সন্ত্রাসবাদী হামলায় সরাসরি পাকিস্তানকে অভিযুক্ত করেছিল ভারত ৷ আন্তর্জাতিক মঞ্চেও পাকিস্তানের বিরুদ্ধে বারবার সরব হয়েছে কেন্দ্রীয় সরকার ৷
আজকের বক্তব্যের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে সেই সুরই বজায় রাখলেন রাওয়াত ৷ বিশেষজ্ঞদের মতে, প্রতিরক্ষা প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণের পর আজকের বক্তব্যের মাধ্যমে রাওয়াত আসলে ইসলামাবাদকে হুঁশিয়ারি দিলেন ৷
Be the first to comment