নতুন নিয়মে সারা মাসের রেশন মিলবে একবারেই

Spread the love

এবার থেকে প্রতি সপ্তাহের বদলে সারা মাসের রেশন একদিনেই তুলে নেওয়া যাবে। আজ বর্ধমানে একথাই জানালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ মন্ত্রী বলেন, প্রতি সপ্তাহে আর রেশন দেওয়া হবে না ৷ আড়াই টাকা কেজি চাল ৷ প্রতি সপ্তাহের বদলে মাসে একবার ১০ টাকা নিয়ে নিয়ে যাবেন ৷ এতে স্বচ্ছতা বজায় থাকবে ৷ তিন সপ্তাহ আড়াই টাকা করে দিয়ে শেষ সপ্তাহে কেউ দিলেন না ৷ তখন তিনি বলছেন আমি তো পুরো মালটাই পেলাম না ৷ বলছেন না যে, তিন সপ্তাহ পেয়েছেন ৷ তাই মাসে একদিন এসে রেশন তুলে নিয়ে যাবেন ৷ এটা আমরা সরকারি নির্দেশিকা জারি করে ইতিমধ্যেই শুরু করে দিয়েছি ৷

মন্ত্রী আরও জানান, ইলেকট্রনিক্স প্রসেসিং সিস্টেমের মাধ্যমে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করা হচ্ছে। এই লিঙ্ক করার জন্য পরিবারের সদস্যদের প্রত্যেকের দুই আঙুলের ছাপ সংগ্রহ করা হবে। তারপর মাসে একদিন পরিবারের কেউ একজন গিয়ে আঙুলের ছাপ দিয়ে চার সপ্তাহের রেশন একবারে নিয়ে আসতে পারবেন। ফলে প্রতি সপ্তাহে রেশন দোকানে যাওয়ার প্রয়োজন নেই।

অনেকেই রেশন তুলে তারপর তা খোলা বাজারে বিক্রি করে দেন ৷ এই প্রসঙ্গে জ্যোতিপ্রিয়বাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আপনাকে একটা কার্ড দেওয়া হয়েছে ৷ আপনি পাঁচ কেজি খাবার পাবেন ৷ আপনি এবার আপনার খাবারটা নিয়ে কী করছেন, তা আমি জানতে চাইছি না ৷ অধিকারটা আপনার ৷ এবার আপনাকে সচেতন হতে হবে কারণ রেশনের জন্য সরকারের তরফে ভরতুকি দেওয়া হয় প্রায় ১০ হাজার কোটি টাকা ৷

অনেক গ্রাহক রয়েছেন যাঁদের দু’টাকা কেজি দরে চাল পাওয়ার কথা নয় ৷ তাঁরা রেশন থেকে সেই চাল তুলে বিক্রি করছে খোলা বাজারে ৷ এ প্রসঙ্গে জ্যোতিপ্রিয়বাবু বলেন, “যারা কার্ড পেয়ে গেছে তাঁদের থেকে কার্ড কেড়ে নেওয়া যাবে না ৷ এটা অনৈতিক হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*