ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (NPR) সংক্রান্ত আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রকের বৈঠক শুরু ৷ এই বৈঠকে নেই পশ্চিমবঙ্গ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এই ঘোষণা করেন, বাংলা NPR সংক্রান্ত কেন্দ্রীয় বৈঠকে অংশ নেবে না। তবে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যের প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দিচ্ছেন। বৈঠকে উপস্থিত থাকছেন প্রতিটি রাজ্যের মুখ্যসচিব এবং জনগণনা অধিকর্তা ৷
ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে এপ্রিল থেকেই। আর এই বিষয়ে দেশের প্রতিটা রাজ্যের প্রস্তুতি এবং আগামী প্রক্রিয়াগুলি নিয়ে আলোচনার জন্য আজ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
বৈঠকে অংশ নিচ্ছে কেরালা। কেরালা সরকারের তরফে শুক্রবার জানানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকের এই বৈঠকে অংশ নেবে সে রাজ্যের প্রতিনিধিরা। এইদিকে কেরালা সরকারের তরফে রাজ্যের প্রত্যেক ডিস্ট্রিক্ট কালেক্টরকে জানানো হয়েছে রাজ্যে NPR কার্যকরী হবে না। যদিও আধিকারিকরা এই নির্দেশ না মেনে চলেন তবে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করবে কেরালা সরকার। মুখ্যসচিব কেআর জ্যোতিলাল বৃহস্পতিবার রাজ্যের প্রত্যেক ডিস্ট্রিক্ট কালেক্টরকে নির্দেশিকা পাঠান।
একইভাবে প্রথম থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করে এসেছেন। NPR আসলে NRC-এর প্রথম ধাপ, এই যুক্তি দেখিয়ে প্রথম থেকেই এই নিয়ে বিরোধিতা জারি রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
Be the first to comment