বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর হামলার ঘটনায় তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন। পড়ুয়াদের উপর হামলার পাশাপাশি বিশ্বভারতীতে রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে ঘেরাও করে রাখার ঘটনার তদন্তও করবে এই কমিটি।
৮ জানুয়ারি বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে একটি সেমিনারে উপস্থিত থাকার কথা ছিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ তথা বিশ্বভারতীর কোট কমিটির সদস্য স্বপন দাশগুপ্ত। বয়কট করা হয় সেই সেমিনার। সমাজকর্ম বিভাগে সেমিনারের আয়োজন হলে সাংসদ ও উপাচার্যকে ঘেরাও করে রাখেন পড়ুয়ারা।
অন্যদিকে, ১৫ জানুয়ারি দুই বামপন্থী পড়ুয়াকে মারধর করে দুষ্কৃতীরা। অভিযোগ ওঠে ABVP-এর বিরুদ্ধে। তাঁদের জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও চড়াও হয় দুষ্কৃতীরা। গ্রেপ্তার হয় অচিন্ত্য বাগদি ও সাবির আলি নামে ABVP সমর্থক দুই পড়ুয়া।
এই দুই ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করল বিশ্বভারতী। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোর্তিময় ভট্টাচার্যের নেতৃত্বে বিশ্বভারতীর এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য অধ্যাপক দুলাল চন্দ্র ঘোষ ও মঞ্জুমোহন মুখোপাধ্যায়ের গঠিত এই কমিটি। এই কমিটি দুটি ঘটনার তদন্ত করে বিশ্বভারতী কর্মসচিবকে রিপোর্ট দেবে। আজ বিকেলে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে মিছিল করবে বাম ছাত্র সংগঠনগুলি। সাংবাদিক বৈঠক করবে ABVP-এর জেলা সভাপতি।
Be the first to comment