দিল্লির নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দাঁডা়তে পারেন নির্ভয়ার মা

Spread the love

দিল্লি বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দাঁড়াতে পারেন নির্ভয়ার মা আশা দেবী ৷ সূত্রের খবর অনুযায়ী, নির্ভয়ার মা কংগ্রেসের টিকিটে কেজরিওয়ালের বিরুদ্ধে নির্বাচন লড়তে পারেন ৷ এই বিষয়ে শীঘ্রই ঘোষণা করা হতে পারে। নির্ভয়া মামলায় দোষীদের ফাঁসি হওয়ায় দেরি হতে একাধিক বার দিল্লি সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছেন আশাদেবী ৷ তিনি আরও বলেন যে সরকার দোষীদের বাঁচানোর চেষ্টা করছে ৷

এই বিষয়ে অবশ্য মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লি সরকার তাদের কাজ সময়েই সম্পূর্ণ করেছে ৷ এই মামলা সংক্রান্ত কোনও কাজে দিল্লি সরকার কোনও দেরি করেনি ৷ তিনি আরও বলেন যে দোষীদের যাতে শীঘ্রই ফাঁসি চায় তারা ৷ তবে আশা দেবী জানিয়েছেন যে সমস্ত কাজ সঠিক সময় হয়নি ৷ ঘটনার পর ৭ বছর কেটে গিয়েছে ৷ ২.৫ বছর আগেই সুপ্রিম কোর্ট ফাঁসির সাজা ঘোষণা করেছে ৷ ১৮ মাস হয়ে গিয়েছে রিভিউ পিটিশন খারিজ হয়ে গিয়েছে ৷ আশা দেবী জানিয়েছেন সরকারের যা করা উচিৎ ছিল তা আমরা করেছি ৷

আশা দেবী আরও প্রশ্ন তুলেছেন যে ২০১৪ সালে মোদি সরকার জানিয়েছিলেন মেয়েদের উপর নির্যাতন অনেক হয়েছে এরপর মোদি সরকার ৷ নির্ভয়ার মা প্রশ্ন তুলেছেন যে সরকার যখন তিন তালাক আইনে সংশোধন করতে পারে তাহলে ফাঁসি দেওয়ার আইনেও সংশোধন করা উচিৎ এবং শীঘ্রই চার দোষীকে ফাঁসি দেওয়া উচিৎ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*