আজ জম্মু-কাশ্মীরে সফরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ রায়সি জেলার কাটরা এবং পান্থালে পরিদর্শনে যাচ্ছেন তিনি ৷ অন্যদিকে তাঁরই সহকর্মী কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল আজ শ্রীনগরে যাচ্ছেন ৷
গতকাল থেকেই জম্মু-কাশ্মীরে শুরু হয়েছে মেগা আউটরিচ প্রোগ্রাম ৷ শুধু শহর নয় ৷ পৌঁছে যেতে হবে গ্রামাঞ্চলে ৷ জম্মু-কাশ্মীরে উন্নয়নের বার্তা প্রচার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে মন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে এমনই। সেই প্রেক্ষিতেই আগামী সাতদিনে 36 জন মন্ত্রী জম্মু-কাশ্মীর ও লাদাখের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং উন্নয়ন কর্মসূচি প্রচার করবেন ৷
১৭ জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, জনগণের সুবিধার্থে কেন্দ্রীয় পরিকল্পনা সম্পর্কে স্থানীয়দের জানাতে হবে ৷ মন্ত্রীদের গ্রামাঞ্চল পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করতেও বলেন তিনি ৷ এই প্রকল্প প্রচারের কাজে থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, পীযূষ গোয়েল, জিতেন্দ্র সিং, রবি শঙ্করপ্রসাদ, কিরেন রিজিজু, হরদীপ পুরি, জি কিষেন রেড্ডি, পুরুষোত্তম সিং রূপালা, মহেন্দ্র নাথ পাণ্ডে, জেনেরাল ভি কে সিং, গজেন্দ্র সিং শেখাওয়াত এবং অনুরাগ ঠাকুর সহ অন্যরা ৷
সংবাদমাধ্যম সূত্রে খবর, জম্মুর জন্য মোট ৫১টি ও শ্রীনগরের ৮টি জায়গা পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে ৷ জানুয়ারির ১৮ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত চলবে এই কর্মসূচি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই সফরের দায়িত্বে রয়েছে ৷ এই সফরের মূল লক্ষ্য জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক পরিস্থিতির দিকে নজর রাখা ৷ ইন্টারনেট বন্ধ, রাজনৈতিক নেতাদের গৃহবন্দী করে রাখা ইত্যাদির বিষয়েও এই সফরে আলোচনা হবে বলে জানা গেছে ৷
Be the first to comment