বিধানসভা ভোটে রণকৌশল ঠিক করতে জেলা সভাপতিদের নিয়ে বৈঠক সোমেনের

Spread the love

আগামী বিধানসভা ভোটে রণকৌশল ঠিক করতে জেলা সভাপতিদের নিয়ে বিধানভবনে গতকাল বৈঠক সারলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ৷ সব জেলা সভাপতিদের নিয়ে হয় এই বৈঠক ৷ তাঁদের বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন বৈঠক থেকে ৷ তবে অনুপস্থিত ছিলেন বহরমপুর ও মুর্শিদাবাদের কংগ্রেস নেতৃত্ব ৷ এর আগেও দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বৈঠকেও গরহাজির ছিলেন সাংসদ অধীর চৌধুরি ।

সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন । চলতি বছরে রাজ্যের শতাধিক পৌরসভা এবং কর্পোরেশনে নির্বাচন হবে । আসন্ন নির্বাচনে কোনওরকম আপোস করা যাবে না । নির্বাচনের আগেই ভুল-বোঝাবুঝি, গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে । প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মান্যতা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে নিচুতলার কংগ্রেস কর্মীদেরও । কোনওরকম ক্ষোভ-বিক্ষোভ দেখানো চলবে না । প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্তের সঙ্গে সমভাবাপন্ন না হলে প্রয়োজনে দল ছেড়ে বেরিয়ে যাওয়ার নিদানও দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷

এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক ইঞ্চিও জমি না ছাড়ার সিদ্ধান্ত হয়েছে এই বৈঠকে । কংগ্রেস নেতা গৌরব গগৈ, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, পুরুলিয়ার বিধায়ক নেপাল মাহাত, সুখবিলাস বর্মা প্রমুখ কংগ্রেস নেতার সামনেই সিদ্ধান্ত নেওয়া হয়, বামফ্রন্ট এবং কংগ্রেসকে যৌথভাবে নির্বাচনে লড়াই করতে হবে । পৌরসভা এবং কর্পোরেশন নির্বাচনে বাম এবং কংগ্রেস জোট জয়ী হলে সংশ্লিষ্ট জেলার সভাপতিদের পুরস্কৃত করা হবে বলেও জানিয়েছেন সোমেন মিত্র । পৌরসভা এবং কর্পোরেশন নির্বাচনের প্রচারে বামফ্রন্ট কর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি । রাজ্যে যৌথভাবে পাঁচ হাজারেরও বেশি সভা-সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*