ভাটপাড়া পৌরসভায় নতুন পৌরপ্রধান অরুণ ব্যানার্জি

Spread the love

ভাটপাড়া পৌরসভার নতুন পৌর প্রধান নির্বাচিত হলেন অরুণ ব্যানার্জি ৷ তিনি ভাটপাড়া পৌরসভার পৌর প্রধান ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ৷ রাজনৈতিক টানাপোড়েনের কারণে দীর্ঘদিন ধরে চর্চায় ছিল ভাটপাড়া পৌরসভা ৷

তৃণমূলের থেকে বিজেপির হাতে যাওয়া ভাটপাড়া পৌরসভা ফের পুনর্দখল করে তৃণমূল ৷ আজ তৃণমূলের পরিচালিত এই পৌরসভায় ছিল পৌরপ্রধান নির্বাচনের প্রক্রিয়া ৷ সকাল থেকেই এলাকায় মোতায়েন করা ছিল বিশাল পুলিশবাহিনী ৷

প্রসঙ্গত, ৩৫ আসন বিশিষ্ট ভাটপাড়া পৌরসভায় ২০১৫ সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৩৪টি আসন। একটি আসনে জয়লাভ করেছিল CPI(M)। পরে একজন কাউন্সিলর মারা যাওয়ায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা এসে দাঁড়ায় ৩৩। লোকসভায় অর্জুন সিং বিজেপি প্রার্থী হয়ে যাওয়ার পর কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেন। তৃণমূলের আসন সংখ্যা হয়ে দাঁড়ায় ৩২।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং লোকসভায় জয়লাভের পর পর তৃণমূলের আরও ১৮ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেন। কিন্তু বিজেপিতে যাওয়া ১৮ জন কাউন্সিলরের মধ্যে ১২ জন এর পর ফিরে আসে তৃণমূলে। তাতে তৃণমূলের ক্ষমতার পাল্লা ভারী হয়। এরপর সম্প্রতি আস্থাভোটের মাধ্যমে তৃণমূলের হাতে আসে ভাটপাড়া পৌরসভা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*