‘ফের ক্ষমতায় আসবে AAP, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে,’ মনোনয়ন জমা দিয়ে দাবি কেজরির

Spread the love

আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা ভোট। আর মঙ্গলবার মনোনয়ন জমা দিলেন অরবিন্দ কেজরিওয়াল। গতকাল, সোমবার পথসভা করতে গিয়ে নির্দিষ্ট সময়ে নির্বাচন কমিশনের দফতরে পৌঁছতে পারেননি তিনি। তাই রাস্তা থেকেই ফিরতে হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে।

আজ অবশ্য মনোনয়ন জমা দেন তিনি। ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনকে ঘিরে দিল্লির রাজনৈতিক পারদ তুঙ্গে। কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে কংগ্রেস ও বিজেপি। মনোনয়ন জমা দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, আম আদমি পার্টিকে হারাতে জোটবদ্ধ হয়েছে বিরোধীরা। তবে পাঁচ বছরের উন্নয়নে ভর করেই ফের ক্ষমতায় ফেরা নিয়ে আশাবাদী দিল্লির মুখ্যমন্ত্রী। আগামী দিনে দিল্লিবাসীর উন্নয়নই পাখির চোখ। বললেন অরবিন্দ কেজরিওয়াল।

এদিকে, প্রথমবার দিল্লির নির্বাচনে RJD-এর সঙ্গে জোট করে লড়ছে কংগ্রেস। CAA বিরোধীতায় অনড় থাকায় বিজেপির সঙ্গে জোটে থাকছে না শিরোমনি অকালি দল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*