ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে যে বিষয়টি নিয়ে জল্পনা তা নিয়ে ফের মন্তব্য করলেন বিরাট-রোহিতদের ‘হেডস্যার’৷ রবি শাস্ত্রীর কথা ধরলে আইপিএল-এর পরই ব্যাট ও প্যাড তুলে রাখবেন মহেন্দ্র সিং ধোনি৷
দু’বারের বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়কের অবসর নিয়েও আগেও মন্তব্য করেছিলেন শাস্ত্রী৷ স্পোর্টস্টার-কে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী জানিয়েছেন, ‘আইপিএল আসছে৷ তার পর জানা যাবে ধোনির ভবিষ্যৎ৷ ধোনিকে বছরের পর বছর ধরে আমরা দেখে আসছি৷ নিজের ক্রিকেট নিয়ে ও ভীষণ সৎ। দলে নিজের জায়গা ধরে রাখে না ও৷ টেস্ট থেকে অবসর নেওয়ার সময়েও ১০০ টেস্ট খেলার কথা একবারও ভাবেনি৷ ধোনি প্র্যাকটিস শুরু করেছে কিনা, জানি না৷ তবে আমি নিশ্চিত আইপিএল-এর জন্য ও নিজেকে তৈরি করবে৷ ও অবশ্যই আইপিএল খেলবে৷ তারপর যদি ভালো না-লাগে তা হলে আমি নিশ্চিত ও সরে দাঁড়াবে৷’
টিম ইন্ডিয়ার প্রধান কোচের পদ দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পরই ধোনির আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি৷ খুব শীঘ্রই ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন বলে জানিয়েছিলেন ভারতীয় দলের কোচ৷ কিন্তু শাস্ত্রীর কথাকে ভুল প্রমাণ করে নিজের অবসর সম্পর্কে চুপ থেকেছেন ধোনি৷
ফের ধোনির অবসর নিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন শাস্ত্রী৷ আইপিএলের পরই অবসর নেবেন ধোনি৷ শাস্ত্রীর এই মন্তব্যে জল্পনা শুরু হয়েছে তাহলে কি ধোনিকে ছাড়়ায় চলতি বছর টি-২০ বিশ্বকাপ খেলবে ভারত? তবে এই প্রশ্নের উত্তরের জন্য এখনও অপেক্ষা করতে হবে৷প্রায় ছ’মাস জাতীয় দলের বাইরে মাহি৷ গত বছর ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি ধোনি৷ সম্প্রতি বোর্ডের বার্ষিক চুক্তি থেকেও বাদ পড়েছেন দু’বারের বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক৷
শাস্ত্রীর বক্তব্য কিছুটা হলেও যুক্তিপূর্ণ৷ কারণ এ বারের আইপিএল ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ টি-২০ বিশ্বকাপের দল গঠনে বড় ভূমিকা নিতে চয়েছে আইপিএল-এর ত্রয়োদশ সংস্করণ৷ সুতরাং আইপিএল পারফর্ম করতে না-পারলে অবসর নিয়ে ফেলতে পারেন ভারতীয় ক্রিকেটের এই মহীরুহ৷
Be the first to comment