মহিলা বাইক বাহিনী- অ্যান্টি-স্যাটেলাইট; প্রথমবার রাজধানীর রাজপথে একাধিক চমক

Spread the love

রবিবার রাজধানীতে পালিত হল ৭১ তম প্রজাতন্ত্র দিবস। ৯০ মিনিটের প্যারেডে শুরু হল সেই অনু্ষ্ঠান। এবার উপস্থিত রয়েছেন প্রধান অতিথি ব্রাজিলের প্রেসিডেন্ট। প্রত্যেকবারই ২৬-এর প্যারেডে কোনও না কোনও নতুন চমক থাকে।

দেখে নিন এবার প্রথম কী কী হল রাজধানীর রাজপথে:

১. ঐতিহ্য ভেঙে অমর জ্যোতি জওয়ানের বদলে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারেডের আগে প্রত্যেকবার এই শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

২. এবার প্রথম সিআরপিএফের ডেয়ার ডেভিল বাহিনীর নেতৃত্ব দিলেন মহিলারা। মহিলা বাইকাররা সেই দক্ষতা প্রদর্শন করলেন অতথিদের সামনে। নেতৃত্বে ছিলেন ইন্সপেক্টর সীমা নাগ। বাইকের উপর হিউম্যান পিরামিড সহ নয় ধরনের অ্যাক্ট দেখালেন তাঁরা।

৩. প্রথমবার এয়ার ফোর্সের ফর্মেশনে ত্রিশূলের আকার নিল অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার। এছাড়া ছিল চিনুক হেলিকপ্টার, দূর-দুরান্ত থেকে এয়ার লিফটের জন্য ব্যবহার করা হয় এই বিমান।

৪. প্রথমবার শক্তি প্রদর্শন করল অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই অস্ত্রে মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করেছে ভারতীয় মিসাইল।

৫. আর্মি এয়ার ডিফেন্স কর্পস প্রথমবার শক্তি প্রদর্শন করল।

দেখুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*