প্রজাতন্ত্র দিবসের সাক্ষাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চা পানের আমন্ত্রণ জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ আজই বিকালে রাজভবনে চা খেতে আসার আমন্ত্রণ জানান তিনি৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কিনা, তা সময়ই বলবে৷
কয়েক মাস আগে কলকাতা রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ সেই অনুষ্ঠানে তাঁকে গুরুত্ব দেওয়া হয়নি বলে, সরব হয়েছিলেন রাজ্যপাল৷ সেই রেড রোডেই ফের একবার মুখোমুখি মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল৷
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রবিবার রেড রোডে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকড়৷ কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে সেখানেই দু’জনের মধ্যে কথা হয়। এদিন দু’জনকেই দেখা গিয়েছে খোশ মেজাজে৷
শুধু রেড রোড নয়, একাধিক বিষয় একাধিক বার রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সংঘাত দেখা গিয়েছে৷ কিন্তু তার মধ্যেই রবিবার প্রজাতন্ত্র দিবসের সাক্ষাতে দু’জনই একে অপরকে সৌজন্য দেখিয়েছেন৷ এদিনও চা পানের আমন্ত্রণ জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ তবে রাজভবনে এর আগেও অনেকবারই মুখ্যমন্ত্রীকে আলোচনার জন্য চা খেতে ডেকেছেন রাজ্যপাল। কিন্তু মুখ্যমন্ত্রী যাননি৷ এবারও যাবেন কিনা ,তা সময়ই বলবে।
এদিন গোটা দেশের পাশাপাশি বাংলাতেও সাড়ম্বরে পালিত হল প্রজাতন্ত্র দিবস৷ রেড রোডে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল জগদীপ ধনকার। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পতাকা উত্তোলনের সময় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হয়৷
রেড রোডে প্যারেডে ছিল কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী এবং ভারতীয় বিমানবাহিনী। এছাড়াও ছিল পুরুলিয়ার ছৌ, সুন্দরবনের বনবিবি পালা এবং পাহাড়ের একাধিক শিল্পীরা। প্রায় ৫০ মিনিট ধরে চলে এই বর্নাঢ্য অনুষ্ঠান। রেড রোডের দু’ধারে ২৫ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়েছিল৷ সেই সময় বন্ধ রাখা হয়েছিল রেড রোড এবং তার সংলগ্ন রাস্তা।
Be the first to comment