সাধারণতন্ত্র দিবসে জম্মু-কাশ্মীরে ভূমিকম্প, আতঙ্কিত বাসিন্দারা

Spread the love

সাধারণতন্ত্র দিবসের সকালে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরে। এ দিন উপত্যকার ডোডা জেলায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৯। প্রবল শৈত্যপ্রবাহের জেরে তুষারের চাদরের তলায় ভদরওয়া উপত্যকা। এর মধ্যে ভূমিকম্পের জেরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এর জেরে কোনও প্রাণহানী বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে SDPO আদিল রিশু জানিয়েছেন।

রবিবার ভোর ৪টে ৩৪ মিনিট নাগাদ কাশ্মীরে ভূমিকম্প হয়। এটি ১২ সেকেন্ড স্থায়ী হয়েছিল বলে সরকারিভাবে জানানো হয়েছে। স্থানীয় আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, আশাপতি এবং কৈলাশ হিমবাহের পাদদেশে ভদরওয়া শহর থেকে ৪.৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই দিনের কম্পনের কেন্দ্রবিন্দু ছিল। যার প্রভাব দেখা গিয়েছে ভদরওয়া এবং তার লাগোয়া শহরগুলিতে।

গত প্রায় পাঁচ বছর থেকে ভদরওয়া উপত্যকায় মৃদু ভূমিকম্প একপ্রকার রুটিন ঘটনায় পরিণত হয়েছে। কিন্তু রবিবারের ভূমিকম্পের তীব্রতা যথেষ্ট বেশি ছিল বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ভদরওয়াজুড়ে এখন শৈত্যপ্রবাহ চলছে। তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে। গোটা উপত্যকা এখন সাদা বরফের তলায়। এ দিনের ভূমিকম্পের জেরে মানুষজন আতঙ্কে এই কনকনে ঠাণ্ডার মধ্যেই ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*