উত্তরবঙ্গে নতুন পর্যটন কেন্দ্র।বাংলাকে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরতে রাজ্য অনেক উদ্যোগ নিয়েছে। বর্তমানে একটু কম জনপ্রিয় প্রাকৃতিক জায়গাকেই পর্যটকরা বেছে নিচ্ছেন পছন্দের গন্তব্য হিসেবে। এজন্য রাজ্য সরকার শিলিগুড়ির কাছে একটি নতুন পর্যটন কেন্দ্র তৈরী করছে।
সম্প্রতি পর্যটন মন্ত্রী জলপাইগুড়ি জেলার তিস্তা নদীর ধারে ডাবগ্রামে চুমুকডাঙি নামক পর্যটন কেন্দ্রটির শিলান্যাস করেন। এখানে বাঁধ ও স্পার তৈরী করা হবে ৮.০৩ কোটি টাকা ব্যয়ে। এই গ্রামটি শিলিগুড়ি থেকে ২০ কিলোমিটার দূরে। এখানেই গড়ে তোলা হবে নতুন পর্যটন কেন্দ্র।
Be the first to comment