চীনে মহামারী, কি বলছে রিপোর্ট.. জেনে নিন

Spread the love

নোভেল করোনাভাইরাসের চারিদিকে শুধুই স্বজন হারানোর যন্ত্রণা। চিনের ন্যাশনাল হেলথ কমিশনের রিপোর্ট বলছে, বৃহস্পতিবার পর্যন্ত সরকারি হিসেবে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৭০। এক সূত্রের রিপোর্ট চিনের মূল ভূখণ্ডেই আক্রান্তের সংখ্যা প্রায় ৭,৭০০-র কাছাকাছি। সংক্রমণ ছড়াচ্ছে অন্যান্য প্রদেশেও।

রিপোর্ট অনুযায়ী, গতকাল নতুন আক্রান্তের সংখ্যা কমপক্ষে ১,৩৭০। শঙ্কাজনক অবস্থায় তাঁদের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে আরও ১২,১৬৭ জনের মধ্যে। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*