এবার কি তৃণমূলে প্রশান্ত কিশোর, শুরু জোর জল্পনা

Spread the love

জেডিইউ থেকে বহিষ্কার করা হয়েছে প্রশান্ত কিশোরকে৷ তারপরই শুরু হয়েছে জোড় জল্পনা৷ তাহলে এবার কি তৃণমূলে যোগ দিচ্ছেন প্রশান্ত কিশোর৷ আর সেই জল্পনাকে আরও উসকে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷

বুধবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী৷ সেখানেই তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোর প্রসঙ্গে প্রশ্ন করা হয়,তাহলে কি এবার পিকে তৃণমূলে? প্রশান্ত কিশোরের তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সেটা দল ঠিক করবে৷

এখনও পর্যন্ত দলে তিনি পরামর্শদাতা হিসেবে কাজ করছেন৷ যথেষ্ট সুনামের সঙ্গে সেই কাজ করছেন৷ এখন উনি আমাদের দলে আসবেন কি আমরা ওনাকে নেব, সেটা ঠিক করবে দল ও দলনেত্রী৷ আমি সরস্বতী পুজোর মঞ্চে বসে সেই সিদ্ধান্ত নিতে পারি না৷

প্রসঙ্গত,দল থেকে প্রশান্ত কিশোরকে বহিষ্কার করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ ভোট কুশলী প্রশান্ত কিশোর বর্তমানে তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলে রপ্ত৷ তবে তাঁকে জেডিইউ থেকে সরিয়ে দেওয়ার কারণ, নীতীশ কুমারের সঙ্গে ক্রমাগত দূরত্ব৷

জেডিইউ থেকে বহিষ্কৃত হওয়ার পরেই টুইট করেন প্রশান্ত কিশোর৷ বিহারের মুখ্যমন্ত্রীকে তিনি লিখেছেন ‘ধন্যবাদ নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি ধরে রাখার জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। ভগবান আপনার মঙ্গল করুক’।

বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশান্ত কিশোরের দূরত্ব নিয়ে তৈরি হয়েছিল জল্পনা৷ কারণ সিএএ এবং এনআরসি ইস্যুতে জনতা দল ইউনাইটেড দলের অবস্থানের বাইরে গিয়ে সোচ্চার হতে দেখা গিয়েছে প্রশান্ত কিশোরকে। সংসদে সিএএ সমর্থন করায় নিজের দল জেডিইউ-র সমালোচনায় সরব হন পিকে।

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রবল বিরোধী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল কংগ্রেস নেত্রীর ভোট কুশলী হিসেবেও কাজ করছেন প্রশান্ত কিশোর৷ তিনিই আবার সিএএ ইস্যুতে মমতার মতকেই জোরালো সমর্থন করেছেন প্রশান্ত কিশোর৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*