সরস্বতী পুজোর পরদিনও রেহাই নেই ৷ ফের বৃষ্টি কলকাতায় ৷ সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার ৷ বেলা ১২ টা নাগাদ আচমকাই কালো মেঘে ঢেকে যায় গোটা শহর ৷ ভরদুপুরে অন্ধকার নেমে আসে ৷ পরিস্থিতি এমন দাঁড়ায় যে, দিনের বেলাতেও গাড়ির হেডলাইট ব্যবহার করতে হয় ৷ এরপরেই শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গে বইতে থাকে ঝড়ো হাওয়া ৷ কলকাতার পাশ্ববর্তী জেলাগুলিতেও একই পরিস্থিতি ৷
আলিপুর হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আজ দিনভর রাজ্যজুড়ে চলবে বৃষ্টিপাত ৷ সকাল থেকেই কুয়াশার দাপট রয়েছে বিভিন্ন জেলায় ৷ উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় কোনও জেলাতেই সকাল থেকে রোদের দেখা মেলেনি ৷ পশ্চিম বর্ধমান, আসানসোল সহ বেশ কিছু জায়গায় সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে ৷
তবে, কাল থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে ৷ পশ্চিমী ঝঞ্জা ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত কেটে গেলে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
Be the first to comment