দিল্লির ভোটে ‘আপ’কে সমর্থন তৃণমূলের

Spread the love

আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে ক্ষমতাশীন ‘আপ’-কে সমর্থন জানাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক রয়েছে । এবার সে ব্যাপারে আরও পরিষ্কার করে দেওয়া হল কারণ কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন আর স্পষ্ট করে আপকে সমর্থনের বার্তা দিলেন৷

আগামী মাসের আট তারিখ ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার ভোট ৷ তারই প্রেক্ষিতে এবারও আগের বারের মতোই যাতে বিপুল ভোটে আপ জেতে তাঁর জন্য দিল্লিবাসীর কাছে এবার আবেদন রেখেছে তৃণমূল কংগ্রেস।তবে তৃণমূল এই দিল্লির নির্বাচনে কোনও প্রার্থী দেয়নি৷ সিএএ-এনআরসি–এনপিআর ইস্যুতে দুটি দলকে বিজেপি বিরোধিতা করতে দেখা গিয়েছে ৷

বৃহস্পতিবার তৃণমূলের সাংসদ তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও’‌ব্রায়েন টুইটারে একটি ৪১ সেকেন্ডের ভিডিও আপলোড করেছেন যাতে তিনি দিল্লিবাসীর কাছে আবেদন রেখেছেন, তাঁরা যেন শুধু অরবিন্দ কেজরিওয়াল বলে নয় সব আপ প্রার্থীদেরই এবারেও ভোট দেন।

এই ভিডিওতে আপের স্বপক্ষে ডেরেক যুক্তি দেখিয়েছেন,‘‘ এই ‌দলটা জল, বিদ্যুৎ সরবরাহ করেছে। পাশাপাশি রাজধানীর দূষণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাই অরবিন্দ কেজরিওয়াল এবং সমস্ত আপ প্রার্থীদের আপনারা ভোট দিন৷‌’’ডেরেককে রাজেন্দ্র নগরের আপ প্রার্থী রাঘব চাড্ডার হয়ে বিশেষভাবে প্রচার করেছেন ৷ প্রচারে গিয়ে তিনি রাঘবের দক্ষতা এবং কর্ম তৎপরতার তুলে ধরেন। গতবার ৬৭টি আসন পেয়ে ক্ষমতায় এসেছিল আপ। আট তারিখে নির্বাচন হওয়ার পর ১১ ফেব্রুয়ারি ভোটের ফল প্রকাশ হওয়া কথা ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*