বৃষ্টির পরই বিদ্যুৎহীন কলকাতা বইমেলা

Spread the love

বিদ্যুৎ নেই কলকাতা বইমেলায়। বৃহস্পতিবার সকালেই ব্যাপক বৃষ্টি হয় শহরে। আর তারপরই বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা বইমেলা। যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ ফেরানোর কাজ চলছে।

সরস্বতী পুজোর দ্বিতীয় দিনও মানুষের গন্তব্য কলকাতা বইমেলা। বুধবার সরস্বতী পুজোর দিন বেশ ভিড় হয়েছিল কলকাতা বইমেলায়। বিক্রেতারা লাভের মুখ দেখেছেন। তবে বৃহস্পতিবারই ১০ মিনিটের বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় কলকাতা বইমেলা। অনেক স্টলে জল ঢুকেছে। ভিজে গিয়েছে গিয়েছে নীচের কার্পেট। বইপত্র ভিজে গিয়েছে।

ক্ষতি হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়নেও। জলমগ্ন লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন। লিটল ম্যাগাজিনের সম্পাদকরা বেশ চিন্তিত। বৃষ্টির সময় অনেকে ফেসবুক লাইভ করেছেন। সেখানেও ধরা পড়েছে জলমগ্ন কলকাতা বইমেলার করুণ ছবি। বৃষ্টির পর থেকেই বিদ্যুৎ নেই বইমেলায়।

বইমেলার সম্পাদক সুধাংশুশেখর দে বলেন, “বইমেলার সম্পাদক আমরা বিদ্যুৎ ফেরানোর চেষ্টা করছি। ফায়ার ফাইটার এবং দমকলবাহিনীকে জানিয়ে দেওয়া হয়েছে। তারা জাগ্রত হয়ে আছেন। কিছু জায়গায় জল জমেছে। নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলছে। আর কিছুক্ষণের মধ্যেই সারা বইমেলায় বিদ্যুৎ পৌঁছবে। বিপর্যয় তো কারোর হাতে থাকে না।”

তিনি আরও বলেন, “রবীন্দ্রসদনের উল্টো দিক থেকে চৌরঙ্গী। সেখান থেকে পার্ক সার্কাস। তারপর যুবভারতী ক্রীড়াঙ্গন। এরপর মিলন মেলা। আর এখন সেন্ট্রাল পার্ক এত বিপর্যয়ের পরেও যখন কলকাতা বইমেলা দাঁড়িয়ে আছে, তখন আগামী দিনেও এই বইমেলা দাঁড়িয়ে থাকবে মানুষের ভালবাসায়।”

বইমেলা উপলক্ষে প্রকাশকরা প্রকাশ করেন বহু বই। বইমেলার কয়েক দিন গোটা কলেজ স্ট্রিট উঠে আসে বইমেলা প্রাঙ্গণে। বৃহস্পতিবার সকাল থেকে শহরে বৃষ্টি। বৃষ্টির জেরে ভিজে গেল সেন্ট্রাল পার্কের বইমেলা চত্বর। বইমেলার ধুলোতে জল পড়েছে। তবে ভিজে গিয়েছে বইও। আর সেকারণেই চিন্তায় রয়েছেন বিক্রেতারা। ক্ষতির আশঙ্কা করছেন অনেকে। উদ্বেগে বইমেলার কর্মকর্তারাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*