এপ্রিলের শুরুতেই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম

Spread the love

এপ্রিল থেকে বাড়তে পারে তেলের দাম। পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে পারে বলে জানা গিয়েছে। প্রতি লিটারে ৫০ পয়সা থেকে ১ টাকা পর্যন্ত বাড়তে পারে দাম।

ইউরো-সিক্স মানের নির্গমন বিধি মেনে ‘আল্ট্রা-ক্লিন অটো জ্বালানি’ বা ‘পরিবেশ বান্ধব উন্নত জ্বালানি’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আর সেই সিদ্ধান্তের জেরেই এপ্রিলের শুরু থেকেই পেট্রল ও ডিজেলের দাম বাড়তে চলেছে।

সূত্রের খবর, লিটারে ৫০ পয়সা থেকে ১ টাকা পর্যন্ত বাড়বে পেট্রল ও ডিজেলের দাম। বর্তমানে ভারতের যানবাহনে বিএস-ফোর বা ভারত স্টেজ-ফোর মানের জ্বালানি ব্যবহার করা হয়। নয়া পরিবেশ বান্ধব জ্বালানি হবে ইউরো-সিক্স নির্গমন-অনুবর্তী জ্বালানির সমমানের। যানবাহনের দূষণ কমাতে বিএস-ফোর থেকে ভারত একলাফে বিএস-সিক্স মানের জ্বালানিতে চলে যাচ্ছে। ১ এপ্রিল থেকে তা কার্যকর হবে।

এদিকে শনিবারই বাজেট। আর সেই বাজেটে জ্বালানির দামে কী প্রভাব পড়বে, সেদিকে নজর রাখছেন অনেকেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*