সংসদ চত্বরে বিক্ষোভ বিরোধীদের, আলাপ-আলোচনার পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর

Spread the love

উত্তপ্ত আবহের মধ্যেই শুরু হল সংসদের বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন শুরুর আগেই সংসদ ভবনের বাইরে গান্ধিমূর্তির পাদদেশে NRC, CAA বিরোধী বিক্ষোভ দেখায় কংগ্রেসসহ বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ বিক্ষোভে অংশ নেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিও ৷ এই পরিস্থিতিতেই সংসদে শুরু হয় বাজেট অধিবেশন ৷

বাজেট অধিবেশন বসার আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, “সংসদের দুই কক্ষের সাধরাণ মানুষের ক্ষমতায়ন নিয়ে ভাবা উচিত । অর্থনীতির বিষয়গুলি নিয়ে তর্ক করা উচিত । আমি সুস্থ, অর্থসম্মত আলাপ-আলোচনা আশা করছি । লোকসভার এই অধিবেশন অর্থনীতির বিষয়গুলিতে গুরুত্ব দেবে ।” কেন্দ্রীয় সরকার সমাজের প্রান্তিক মানুষকে গুরুত্ব দিচ্ছে বলে মনে করেন প্রধানমন্ত্রী । বলেন, “আমাদের সরকার দলিত, প্রান্তিকদের ক্ষমতায়নের কথা ভাবছে । সমাজের মহিলাদের নিয়ে ভাবছে ।”

তবে প্রধানমন্ত্রী বার্তা দিলেও নিজেদের অবস্থান স্পষ্ট করে দেন বিরোধী দলের সদস্যরা ৷ CAA বিরোধী বিক্ষোভ-অবস্থান চলবে তা কার্যত পরিষ্কার করে দেন তাঁরা ৷ যেমন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, “লাগাতার প্রতিবাদ চলবে ৷ সংবিধান বিরোধী কাজ করছে এই সরকার ৷ “

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*