আবারও বিতর্কে দিলীপ ঘোষ। ‘জেলে না গেলে বড় নেতা হওয়া যায় না’, দলের কর্মীদের উদ্দেশে এবার এমন বার্তাই দিয়ে নয়া বিতর্ক বাধালেন বিজেপি রাজ্য সভাপতি। বৃহস্পতিবার ব্যারাকপুরে গান্ধী ঘাটে গিয়ে দলের কর্মীদের মনোবল বাড়ানোর দাওয়াই দিতে গিয়ে দিলীপ আরও বলেন, ‘‘এমন কিছু করুন, যাতে জেলে যেতে পারেন’’। উল্লেখ্য, ক’দিন আগেই ‘গুলি করে মারার’ নিদান দিয়ে সমাজের সর্বস্তরে নিন্দিত হয়েছিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই দিলীপের এই মন্তব্য নয়া মাত্রা এনে দিল বলেই বলে মনে করা হচ্ছে।
দলের কর্মীদের উদ্দেশে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘যদি আপনি জেলে না যান, তাহলে নেতা হতে পারবেন না। যদি আপনাকে পুলিশ গ্রেফতার না করে, তাহলে এমন কিছু করুন, যাতে জেলে যেতে পারবেন। তাহলেই আপনাকে মানুষ শ্রদ্ধার চোখে দেখবে। রাজনীতিতে নরম মনোভাবাপন্ন মানুষের জায়গা নেই’’।
এ প্রসঙ্গে দিলীপকে পাল্টা নিশানা করে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ওঁর কথা কেউ আজকাল সিরিয়াসলি নেন না। উনি যদি এ ধরনের মন্তব্য করা থেকে বিরত না হন, তাহলে আমাদেরই ভাল। মানুষ ওঁদের আসল স্বরূপটা দেখতে পাবেন।
Be the first to comment