ফের কলকাতা মেট্রোয় আগুন আতঙ্ক

Spread the love

ফের কলকাতা মেট্রো রেলে আগুন আতঙ্ক। নেতাজি ভবন স্টেশন ছাড়ার পরেই দমদমগামী মেট্রোর একটি এসি রেক থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় । শুক্রবার বিকেল ৪ টে ১৯ নাগাদ এই আগুন আতঙ্কের ঘটনা ঘটে।

ঘটনার পরেই রবীন্দ্র সদন স্টেশনে থামিয়ে দেওয়া হয় মেট্রো। তৎক্ষণাৎ খালি করে দেওয়া হয় ট্রেন। আগুনের জেরে আতঙ্ক ছড়ায় মেট্রো যাত্রীদের মধ্যে। স্টেশনে থামার পরে কামরার মধ্যে থাকা আগুন নেভানোর যন্ত্র দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণেও আনা হয়।

ঘটনার জেরে ব্যহত হয় কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত ডাউন ও আপ লাইনে ট্রেন চলাচল। কোনও ট্রেন বাতিল না করা হলেও কিছু সময় দেরিতে চলে মেট্রো। মেট্রো কর্তৃপক্ষের দাবি, কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যায় মেট্রো চলাচল ।

দুর্ঘটনার জেরে অসুবিধার মধ্যে পড়েন সাধারণ যাত্রীরা। এদিনের এই ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিল কলকাতা মেট্রোর নিরাপত্তা নিয়ে। মাস দুয়েক আগে মেট্রোর ভাড়া বাড়লেও আদতে যাত্রী সুরক্ষা কতটা উন্নত হয়েছে সে প্রশ্নও উঠতে শুরু করেছে চারিদিকে।

যাত্রীদের অবশ্য দীর্ঘদিনের অভিযোগ, বর্তমানে কলকাতা মেট্রোর অবস্থা খুব একটা আরামদায়ক নয় বরং অফিস টাইমে রীতিমতো কালঘাম ছোটার জোগাড় হয় সাধারণ অফিস যাত্রীদের। তারপরও ভাড়া বৃদ্ধি করা হলে সকলেই মনে করেছিলেন হয়তো নিরাপত্তার কিছুটা উন্নতি হবে। কিন্তু আদৌ কতটা উন্নতি হয়েছে পরিস্থিতির, সেই প্রশ্নই তুলে দিল শুক্রবারের ঘটনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*