সুপার ওভারে ফের বাজিমাত ভারতের

Spread the love

পরপর দুই ম্যাচ সুপার ওভারে গড়াল৷ দুই ম্যাচেই বাজিমাত করল টিম ইন্ডিয়া৷ সেডন পার্কের পর ওয়েস্টক্যাপেও সুপার ওভারে ম্যাচ জিতে নিল ভারত৷ ১৪ রান তাড়া করতে নেমে এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত৷ সেই সঙ্গে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ৪-০ এগিয়ে গেল কোহলি অ্যান্ড কোং৷

এবার অবশ্য রোহিত শর্মাকে ছাড়াই সুপার ওভার জিতল ভারত৷ আগের ম্যাচের নায়র রোহিতকে এদিন বিশ্রাম দেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷ সুতরাং সুপার ওভারে এদিন লোকেশ রাহুলের সঙ্গী হন ক্যাপ্টেন কোহলি৷ টিম সাউদির প্রথম দুই বলে ১০ রান তুলে ফেলে ভারত৷ প্রথম বলেই ছক্কা ও দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকান রাহুল৷ তৃতীয় ডেলিভারি শর্ট করেন সাউদি৷ তা পুল শট মারতে গিয়ে মিড-উইকেটে ধরা পড়েন রাহুল৷

রাহুল আউট হওয়ার পর ক্রিজে আসেন সঞ্জু স্যামসন৷ কিন্তু ব্যাট করার সুযোগ দেননি ক্যাপ্টেন কোহলি৷ চতুর্থ ডেলিভারি মিড-অনে ঠেলে দিয়ে ২ রান নেন বিরাট৷ অর্থাৎ শেষ ২ বলে ভারতের জয়ের জন্য দরকার ছিল ২ রান৷ কিন্তু পঞ্চম ডেলিভারি মিউ-উইকেটের উপর দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে ভারতকে দেন ক্যাপ্টেন৷ সেই সঙ্গে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া৷ ম্যাচের সেরা শার্দুল ঠাকুর৷

এ নিয়ে গত সাত মাসে চারটি সুপার ওভার ম্যাচ হারল নিউজিল্যান্ড৷ এর মধ্যে গত তিন দিনে দু’বার৷ ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের ঐতিহাসিক ফাইনাল ম্যাচের পর আরও তিনবার সুপার ওভারে পরাজিত কিউয়িবাহিনী৷ চার বারের মধ্যে দু’বার ইংল্যান্ড এবং দু’বার ভারতের বিরুদ্ধে৷

১৪ জুলাই ২০১৯৷ ঐতিহাসিক লর্ডসে বিশ্বকাপ ফাইনাল টাই হওয়ার পর সুপার ওভারে ১৬ রান দরকার ছিল নিউজিল্যান্ডের৷ শেষ বলে দরকার ছিল ২ রান৷ লর্ডসের মতো বড় মাঠে ডিপ মিড-উইকেটে বল ঠেলে দেওয়া মানে অবধারিত ২ রান৷ কিন্তু ‘এক কিলোমিটার’ দূরে থেকে রান-আউট হন মার্টিন গাপ্তিল৷ফলে সুপার ওভার টাই৷ ক্রিকেটের ইতিহাসে প্রথমবার৷ নিয়মের গ্যাঁড়াকলে অর্থাৎ সর্বাধিক বাউন্ডারি মারার নিরিখে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড৷

১০ অক্টোবর, ২০১৯ অকল্যান্ড৷ ফের মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড৷ পাঁচ ম্যাচের সিরিজে দুই দলই দু’টো করে ম্যাচ জিতেছিল৷ শেষ ম্যাচ যার সিরিজ তার৷ বৃষ্টি বিঘ্নিত ম্যাচ গড়ায় সুপার ওভারে৷ ১৭ রান দরকার ছলি নিউজিল্যান্ডের৷ কিন্তু ম্যাচ বার করতে পারেনি কিউইরা৷ ২৯ জানুয়ারি, ২০২০৷ সেডন পার্কে সুপার ওভারে ভারতকে ১৮ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড৷ শেষ দু’বলে ১২ দিয়ে ভারতের হাতে ম্যাচ তুলে দেয় কিউইরা৷ টিম সাউদির মতো বোলার ডাবল ছক্কা হাঁকিয়ে ভারতকে জেতান রোহিত৷ তারপর ৩১ জানুয়ারি, ২০২০৷ মাত্র দু’দিনের ব্যবধানে ফের সুপার ওভার৷ ভারতের সামনে ১৪ রান টার্গেট দেয় নিউজিল্যান্ড৷ সাউদির বিরুদ্ধে এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*