পার্ক সার্কাসে সিএএ-এনআরসি বিরোধী মঞ্চে মৃত্যু হলো আন্দোলনকারী মহিলার

Spread the love

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল পার্ক সার্কাসের এক আন্দোলনরত মহিলার৷ মৃতার নাম সমীদা খাতুন(৫৭)। আন্দোলন মঞ্চে এখন শোকের ছায়া। সকলেই স্থির করেছেন কোনও স্লোগান ছাড়াই অবস্থান বিক্ষোভ করবেন। তবে বেলা গড়ালে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিআইডি রোডের বাসিন্দা সমীদা টানা ছাব্বিশ দিন ধরে সিএএ-এনআরসির বিরুদ্ধে পার্ক সার্কাস ময়দানে আন্দোলন করছিলেন৷ জানা গিয়েছে, শনিবার রাত বারোটা নাগাদ মঞ্চে থাকা অবস্থাতেই সমীদার বুকে ব্যাথা হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে ইসলামিয়া হাসপাতালে ও পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিত্তরঞ্জন হাসপাতালেই তাঁর মৃত্যু হয়েছে৷ শামিদার মৃত্যুর খবর পৌঁছতেই মাইক বন্ধ করে প্রতিবাদ চালাতে থাকেন আন্দোলনকারীরা।

পরিবার সূত্রে খবর, সমীদা অসুস্থই ছিলেন। উচ্চ রক্তচাপ এবং মধুমেহর সমস্যায় ভুগছিলেন তিনি। নিয়মিত চিকিৎসাও চলত প্রৌঢ়ার। তবে অসুস্থতা সত্ত্বেও জাতীয় নাগরিকপঞ্জি, নাগরিকত্ব আইনের বিরোধিতার জেরে পার্ক সার্কাসের প্রতিবাদ মঞ্চে শামিল হয়েছিলেন সমীদা।

সিএএ-এনআরসি বিরোধী বিক্ষোভে উত্তাল গোটা দেশ। এই পরিস্থিতিতে প্রতিবাদের নতুন পথ দেখিয়েছে দিল্লির শাহিনবাগ। রাজধানীর আন্দোলনকারীদের মতোই কলকাতার পার্ক সার্কাস ময়দানেও অবস্থান বিক্ষোভে বসেছেন কয়েকশো মহিলা। বিভিন্ন বয়সের মহিলারা অবস্থানে অংশ নিয়েছেন। আন্দোলনকারীদের বক্তব্য একটাই, ‘সিএএ-এনআরসি মানছি না, মানব না।’

উল্লেখ্য, কয়েকদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই আন্দোলনকারীদের সম্পর্কে বলেছিলেন, “নোটবন্দির সময় লাইনে দাঁড়িয়ে এত লোকের মৃত্যু হল অথচ এত ঠান্ডাতেও আন্দোলনকারীরা কেউ মরছে না৷” তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে বিভিন্ন মহলে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*