১৫০ টি বেসরকারি ট্রেন চালানোর পরিকল্পনা, উৎসাহী টাটা

Spread the love

দেশের আর্থিক অবস্থা খুব একটা সুবিধাজনক নয়। তাই পরিস্থিতি সামাল দিতে একাধিক সংস্থা বেসরকারিকরণের কথা ভাবছে কেন্দ্র। শনিবার সাধারণ বাজেটেও সেই পরিকল্পনার কথা প্রকাশ্যে এসেছে। LIC-র অংশীদারিকত্ব বিক্রির কথা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এছাড়াও রেল, এয়ার ইন্ডিয়া, বিএসএনএল সম্পূর্ণ বা আংশিকভাবে বেসরকারিকরণের কথা আগেই বলা হয়েছিল।

রেলের বেসরকারিকরনের জন্য আগেই বেশ কয়েকটি সংস্থার সঙ্গে কথা বলেছে কেন্দ্র। অন্তত ১৫০টি ট্রেন বেসরকারি সংস্থার হাত ধরে চালানো হবে বলে জানিয়েছে কেন্দ্র। আর এই বিষয়ে উৎসাহ দেখিয়েছে TATA. আদানি, সিমেন্স, বম্বারডিয়ারের মত সংস্থাকেও ডাকা হয়েছিল। রেল বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব বলেন, টাতা রেল চালানোর ব্যাপারে উৎসাহ দেখিয়েছে।

সরকার অন্তত ২২,৫০০ কোটির বিনিয়োগ আশা করছে এই সেক্টরে। প্রাইভেট সেক্টরের সেই টাকায় চালানো হবে ১৫০টি ট্রেন।

বাজেটে ভারতীয় রেলের জন্য একাধিক প্রজেক্টের ঘোষণা করেছেন তিনি। রেলের নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে জোর দেওয়ার কথা বলেন তিনি। দুর্ঘটনা যাতে কমানো সম্ভব হয়, সে ব্যাপারেও উল্লেখ করেন তিনি।

১. মুম্বই-আমেদাবাদের মধ্যে উচ্চগতি সম্পন্ন ট্রেন চালানো হবে।
২. রেল ট্র্যাকের সঙ্গে সোলার পাওয়ার ক্যাপাসিটি সেট করার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।
৩. পর্যটনের জন্য তেজসের মত একাধিক ট্রেন চালানো হবে।

৪. পিপিপি মোডে চালানো হবে ১,১৫০ টি ট্রেন। চারটি স্টেশন প্রাইভেট সেক্টরের হাত ধরে আধুনিকীকরণ করা হবে।
৫. আরও ৫৫০টি রেল স্টেশনে ওয়াই-ফাই বসানো হবে।
৬. ২০২৩-এর মধ্যে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের কাজ সম্পূর্ণ করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*