শহরের একটি সরকারি হাসপাতালে আগুন আতঙ্ক৷ রবিবার সন্ধ্যায় ওই হাসপাতালে আগুনের ফুলকি দেখা যায়৷ ঘটনাস্থল কলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল৷ দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন৷ হতাহতের কোনও খবর নেই৷
কলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে আগুন আতঙ্ক৷ রবিবার সন্ধ্যায় মেডিক্যাল কলেজের বিল্ডিংয়ের সিসিইউ বিভাগে আগুনের ফুলকি দেখতে পান কর্তব্যরত কর্মীরা৷ তবে সঙ্গে সঙ্গে হাসপাতালের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন৷ তাছাড়া খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন৷
ঘটনায় কলকাতা মেডিক্যাল কলেজে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ সূত্রের খবর,হাসপাতালের সিসিইউ-তে থাকা কম্পিউটর থেকে আগুনের স্ফুলিঙ্গের সৃষ্টি হয়েছে৷ তারপরই ছড়িয়ে পড়ে আগুন আতঙ্ক৷ হাসপাতালে থাকা রোগীর আত্মীয়দের একাংশ ঘটনাস্থলে জড়ো হন৷
তবে মেডিক্যাল কলেজের তরফে জানানো হয়েছে, রোগীরা সকলেই নিরাপদে রয়েছেন৷ তবে আগুন লাগার কারন এখনও জানা যায়নি৷ দমকল জানিয়েছে, আগুন পুরোপুরো নিয়ন্ত্রণে আসার পরই খতিয়ে দেখা হবে, কিভাবে আগুন লেগেছে৷ তাছাড়া গোটা বিষয়টি খতিয়ে দেখছেন হাসপাতাল কর্তৃপক্ষও৷ দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷
Be the first to comment